ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ফের হাতির তাণ্ডব পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর পিড়াকাটা এলাকায়। সোমবার রাতে ভীমপুর গ্রাম পঞ্চায়েতের কদমাশোল, হাতিমরা এলাকায় হানা দেয় তিনটি হাতি। খাবারের খোঁজে বেরিয়ে ভেঙে ফেলে সাতটি বাড়ি।
তারপরই ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। মঙ্গলবার সকাল ন’টার পর থেকে ভীমপুরের পিড়রাকুলিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। তাদের দাবি এলাকা থেকে হাতি সরাতে হবে। ক্ষতিগ্রস্ত বাড়ির লোকজনদের ১৫ দিনের মধ্যে ক্ষতিপূরণ দিতে হবে।
যতক্ষণ না পর্যন্ত লালগড় রেঞ্জের আধিকারিক এসে সেই দাবি মানছেন অবরোধ চলবে। পরিস্থিতি বেসামাল দেখে হাজির হন শালবনী থানা আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে, তিন ঘন্টা অবরোধ চলার পর বন দফতরের আধিকারিক এসে আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।
স্থানীয়রা জানিয়েছেন, সোমবার রাতে চাঁদড়া এলাকা থেকে তিনটি হাতি খাবারের খোঁজে বেরিয়ে গুরুচরণ মাহাতো, দীপক মাহাতো সহ সাত জনের বাড়ি ভেঙে ফেলে। বুঝতে পেরে বাড়ির লোকজন অন্যত্র সরে গিয়ে প্রাণ বাঁচান।
স্থানীয়দের অভিযোগ, বাড়ি ভাঙার খবর রাতে বন দফতরে জানালেও দেখা মেলেনি বন কর্মীদের। বন দফতর থেকে জানা গিয়েছে, হাতিগুলিকে অন্যত্র সরানোর চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্তদের সরকারী নিয়মানুসারে ক্ষতিপূরণ দেওয়া হবে।