ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুর শহর সংলগ্ন মোহনপুর ব্রীজ নিয়ে সমস্যা আরও বাড়ছে ভারী বাহনগুলির ক্ষেত্রে। চন্দ্রকোনা রোড ও খড়্গপুরের চৌরঙ্গী এলাকাতে লরিগুলির অনেককে ঘুরিয়ে দেওয়া হলেও জেলার ভেতরে থাকা ভারী কলকারখানার মালপত্র নিয়ে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে তৈরী হয়েছে জটিলতা। শালবনীর সিমেন্ট কারখানা সহ এমন একাধিক মালবোঝাই গাড়িগুলি গত বারো ঘন্টা ধরে শালবনীতে ৬০ নম্বর জাতীয় সড়কের ওপরে দাঁড়িয়ে ৷
অন্যদিকে খড়্গপুরের চৌরঙ্গীতে লরিগুলি নির্ধারিত ওজনের কম রয়েছে প্রমাণ দিতে ভিড় জমিয়েছেন ওয়ে ব্রীজ তথা ওজন কাঁটাতে। তবে প্রশাসন ও জাতীয় সড়ক কর্তারা সাফ জানিয়েছেন, আপাতত এই ভারী বাহনে নিষেধাজ্ঞা থাকছে এক বছর। মেদিনীপুর শহরের পাশে থাকা কংসাবতী নদীর ওপরে মোহনপুরে রয়েছে বীরেন্দ্র সেতু ৷ ১৯৭০ সালে তৈরী প্রায় চারশো মিটার লম্বা সেতুর বর্তমান অবস্থা বেহাল ৷ গত তিন বছর আগেই তা ক্ষতিয়ে দেখে সংস্কারের উদ্যোগ শুরু হয়েছিল ৷
কিন্তু তারপর এই সেতু ক্ষতিয়ে দেখতে গিয়ে ধরা পড়েছে আরও দুর্বল কিছু স্থান। তাই দ্রুত সিদ্ধান্ত নিয়ে এই সেতুর সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সড়ক কর্তারা। প্রশাসনের সাথে উদ্যোগে সেই কাজ শুরুর আগে গত বুধবার থেকে এই সেতুর ওপর দিতে ৮ টনের বেশি গাড়ি চলাচলে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাতেই বিপদে পড়েছেন দুই প্রান্তের বহু গাড়ি। বাইরের রাজ্যের গাড়িগুলি, যারা শালবনী বা সংলগ্ন এলাকার সিমেন্ট কারখানাতে মাল নিতে হাজির হয়েছিলেন তারা বিপদে পড়ে গিয়েছেন।
শালবনীতে থাকা ডালমিয়া সহ জিন্দাল-দের মতো কতকগুলি কারখানার গাড়ি সহ বহু গাড়ি গত বারো ঘন্টা ধরে শালবনীর ৬০ নম্বর জাতীয় সড়কের ওপরে দাঁড়িয়ে রয়েছে। ভাদুতলাতে আটকে থাকা চালকেরা বলেন, “আমাদের ওড়িশ্যা যেতে হবে সিমেন্ট নিয়ে। কিন্তু লোড করে দাঁড়িয়ে রয়েছি বারো ঘন্টা ধরে। আমাদের মতো অনেকেই রয়েছে। পুলিশ কোনোভাবেই যেতে দিচ্ছে না।” একই পরিস্থিতি চৌরঙ্গী এলাকাতে দাঁড়িয়ে থাকা লরি চালকদেরও। লরির ওজন পরীক্ষা করতে ভিড় দেখা গিয়েছে ওজনের কাঁটাগুলিতে ৷
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Birendra Setu
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore