Salboni Hospital : শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ণায় বসলেন বেশ কয়েকজন অস্থায়ী কর্মী। রবিবার সকাল থেকেই দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে হাসপাতালের সামনে বসে এই কর্মসূচীতে সামিল হোন সাফাই কর্মী এবং ওয়ার্ড বয় হিসেবে কাজ করা পাঁচজন।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ণায় বসলেন বেশ কয়েকজন অস্থায়ী কর্মী। রবিবার সকাল থেকেই দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে হাসপাতালের সামনে বসে এই কর্মসূচীতে সামিল হোন সাফাই কর্মী এবং ওয়ার্ড বয় হিসেবে কাজ করা পাঁচজন। তাদের অভিযোগ, তাদের কাজ থেকে বাদ দেওয়া হয়েছে।
আরও পড়ুন : জলচকের ২২ জন কৃতির ফলাফলে সন্দেহ দেখিয়ে পর্ষদে চিঠি বিজেপির শিক্ষক নেতার
তারা জানান, ২০১৬ সাল থেকে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে ওয়ার্ড বয় এবং সাফাই কর্মী হিসেবে কাজ করে আসছেন। তারপর কোভিড পরিস্থিতিতেও কোভিড ওয়ার্ডে এজেন্সি মারফৎ কাজ করেছেন। এখন কোভিড ওয়ার্ড বন্ধ হওয়ায় এজেন্সি তাদের বাদ দিয়েছে বলে অভিযোগ। গত দু’মাস হল কাজ হারিয়ে বাড়িতে অসহায় ভাবে দিন কাটাচ্ছেন তারা।
আরও পড়ুন : শুরু হবে ভর্তি প্রক্রিয়া , নোটিস দিল মেদিনীপুর কলেজ কর্তৃপক্ষ
পুনরায় কাজের দাবিতে রবিবার হাসপাতালের সামনে তারা ধর্ণা দেন। জানা গিয়েছে, হাসপাতালের এমন শতাধিক কর্মীরাও এবার তৈরি হচ্ছে এই ধর্ণা কর্মসূচীতে যোগ দেওয়ার জন্য। তারা জানিয়েছেন, এবারে পাঁচ জনকে বাদ দিয়েছে, এভাবে প্রতিবারেই পাঁচ জন করে তাদেরকেও বাদ দিতে চাইবে এজেন্সি।
আরও পড়ুন : উচ্চ মাধ্যমিকে মেয়েদের মধ্যে যু্গ্ম প্রথম পশ্চিম মেদিনীপুরের রিনি ও সম্প্রীতি, শহরে প্রথম স্নিতা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Salboni Hospital
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore