ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে স্ত্রী’র উপর অ্যাসিড হামলার ঘটনায় গ্রেফতার স্বামী। অ্যাসিড নিক্ষেপের ঘটনায় মেয়ের বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করল পুলিশ।বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা পেশায় স্বর্ণ ব্যবসায়ী শোয়েব আলী তার স্ত্রীর উপর অ্যাসিড নিক্ষেপ করে ।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে অবৈধ গাছ কাটার অভিযোগে গ্রেফতার ১৬ জন, বাজেয়াপ্ত ২৬৮৫ টি গাছ
আক্রান্ত হয়ে পুরো মুখ ও একটি চোখ ঝলসে যায় শোয়েবের স্ত্রী শাকিরার।খবর যায় শাকিরার বাপের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার গোবিন্দপুর এর বাসিন্দা রহিম শেখ এর কাছে।খবর পেয়ে শুক্রবার বিকেল নাগাদ রহিম এসে পৌঁছায় তার একমাত্র মেয়ের কাছে।রহিম এসে দেখেন তার মেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
রহিমের দাবি তার মেয়ের একটি চোখ নষ্ট হয়ে গেছে, ঝলসে গিয়েছে তার মুখমন্ডল। শরীরের একাধিক জায়গা অ্যাসিডে পুড়ে গিয়েছে। যদিও অ্যাসিড ছোড়ার অভিযোগে রহিম তার জামাইয়ের বিরুদ্ধে দাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। লিখিত অভিযোগের পর অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।কি কারনে অ্যাসিড হামলা? আক্রান্ত মহিলার স্বামীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দাসপুর থানার পুলিশ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Acid Attack
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore