Detainees remanded in custody for pasting Maoist posters in Garbeta
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বুধবার বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন তথা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার গনগনিতে মাওবাদী নামাঙ্কিত পোস্টার সাঁটানোর ঘটনায় পুনরায় তোলা হল গড়বেতা আদালতে। প্রসঙ্গত গত বৃহস্পতিবার গড়বেতার গনগনিতে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছিল। তাদেরকে গড়বেতা আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার পুনরায় তাদের গড়বেতা আদালতে তোলা হলে ৫ জনকে ৩ দিনের পুলিশি হেফাজত ও বাকী ২ জনকে ১৪ দিনের জেল হেফজতে থাকার নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে। উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় সম্প্রতি বেশকিছু দিন ধরেই মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়েছে। এই পোস্টার উদ্ধারের পর তদন্তে নেমে সাতজনকে গ্রেফতার করে পুলিশ। এরা স্থানীয় বাসিন্দা বলেই জানা গিয়েছে।
পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, নিজেদের স্বার্থ পূরণের লক্ষ্যে পোস্টার লাগিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করার চেষ্টা চালিয়েছে। বিভিন্ন জায়গায় নাকা চেকিং, সিসি টিভির ফুটেজ ও বিশেষ সোর্সকে কাজে লাগিয়ে বিভিন্ন সূত্র মারফত সাতজনকে গ্রেফতার করে। এদের মধ্যে তিনজন ঝাড়গ্রামের বাসিন্দা। বাকিরা পশ্চিম মেদিনীপুরের। দীনেশ কুমার জানিয়েছিলান, জেলায় পোস্টারিংয়ের আগে একটি পিকনিক করে সিদ্ধান্ত করে।
তারপর একটি বাইকে করে জেলার বিভিন্ন এলাকায় এই পোস্টার কাণ্ড ঘটিয়েছে। নিজেদের স্বার্থ পূরণ করতে এবং এলাকায় আতঙ্ক তৈরি করার চেষ্টাতেই এই কাজ করেছে। জয়ন্ত সামন্ত, সুশান্ত ঘোষ সহ সাতজনকে মেদিনীপুর আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তে আরও এগোতে চায় জেলা পুলিশ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Jail Custody
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore