A cyclist was killed when he was hit by a private car in West Midnapore in a trajic road accident
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : সাইকেলে বাজার করতে বেরিয়ে প্রাইভেট কারের ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহীর। রাস্তা থেকে ছিটকে ধান জমিতে পড়ে গুরুতর আহত হন প্রাইভেট গাড়ীতে থাকা ৪ জন।এমনই মর্মান্তিক পথ দূর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানার বামুনপাড়া এলাকায় চন্দ্রকোনা-মেদিনীপুর রাজ্যসড়কে।
স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রকোনা থানার কুঁয়াপুর গ্রামের বাসিন্দা অজিত ঘোষ (৫৮) সাইকেলে করে বাড়ি সংলগ্ন আনন্দপুর থানার পাঁচখুরী বাজার যাচ্ছিলেন। সাইকেলে যাওয়ার পথে বামুনপাড়া এলাকায় মেদিনীপুর থেকে চন্দ্রকোনার দিকে দ্রুত গতিতে আসা একটি প্রাইভেট কার ধাক্কা মারে সাইকেল আরোহীকে।স্থানীয়রা জানান,প্রাইভেট কারের চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন তাই বুঝতে না পেরে সাইকেল আরোহীকে ধাক্কা মেরে কিছুটা টেনে নিয়ে গিয়ে যাত্রী সমেত প্রাইভেট কারটি পড়ে যায় রাস্তার ধারে থাকা ধান জমিতে।
Road Accident
ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু হয় এবং প্রাইভেট কারে থাকা চালক সহ ৪ যাত্রী আহত হয়,তার মধ্যে একজনের অবস্থা গুরুতর।জানাগেছে,প্রাইভেট কারটি মেদিনীপুর থেকে বর্ধমানের কাটোয়া যাচ্ছিল,তাতে চালক সহ ৪ জন যাত্রী ছিল। প্রাইভেট কারের এক যাত্রীর অবশ্য দাবি,সাইকেল আরোহী আচমকাই রাস্তার মাঝে চলে আসায় চালক নিয়ন্ত্রণ না রাখতে পেরে এই ঘটনা ঘটে।দূর্ঘটনার পর স্থানীয়দের তৎপরতায় মৃত ও আহতদের উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Road Accident
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore