Poster with Maoist names recovered in Garbeta, West Midnapore, despite police surveillance
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : জঙ্গলমহলের পর এবার পশ্চিম মেদিনীপুরে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার। জেলা পুলিশের নজরদারি সত্ত্বেও সাতসকালে মাওবাদী পোস্টার উদ্ধার হল পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার গনগনি এলাকায়।’ফরেস্ট ল্যান্ড ভূমিহীন আদিবাসীদের অবিলম্বে পাট্টার ব্যবস্থা করতে হবে’ বলে দাবি রয়েছে লালকালিতে লেখা ওই পোস্টারে। উল্লেখ্য, মাওবাদী নাশকতার আশঙ্কায় ইতিমধ্যেই জঙ্গলমহল জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট।
আরও পড়ুন:- দাসপুরে পরীক্ষার দিনেই পড়ার ঘর থেকে উদ্ধার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মৃতদেহ
আরও পড়ুন:- পিংলায় আদিবাসী মহিলার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার, কয়েকঘন্টার মধ্যে খুনের কিনারা করল পশ্চিম মেদিনীপুর পুলিশ
গত বুধবার সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশ সুপার জানিয়েছেন, জঙ্গলমহল এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি, চলছে নাকা তল্লাশি। এরই মধ্যে নতুন করে পোস্টার উদ্ধারের ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে এলাকায়। যদিও বৃহস্পতিবার সকালের ঘটনা এ প্রসঙ্গে জেলা পুলিশ সুপারের দাবি, পোস্টার দেওয়ার নেপথ্যে কারা তা খতিয়ে দেখা হচ্ছে পুলিসের তরফে। তবে প্রাথমিক অনুমান স্থানীয় দুষ্কৃতীরা ঘটিয়েছে এমন ঘটনা। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Maoist Poster
আরও পড়ুন:- দিল্লীর হিংসাকান্ডে মূল অভিযুক্তদের সন্ধানে হলদিয়ায় পুলিশের ৩ সদস্যের প্রতিনিধি দল, হতবাক এলাকাবাসী
আরও পড়ুন:- মাও সতর্কতায় বেলপাহাড়ী সহ ঝাড়খন্ড সীমানায় ঝাড়গ্রাম পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তল্লাশি অব্যাহত
উল্লেখ্য, ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার ঝাড়খন্ড রাজ্যের সীমান্ত ঘেঁষা লবণী এলাকায় সিআরপিএফের ১৮৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা মাওবাদীদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে। পুলিশ ও সিআরপিএফ এর পক্ষ থেকে ঝড়খন্ড সীমান্তবর্তী এলাকায় জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রাস্তায় বিভিন্ন যানবাহন দাঁড় করিয়ে তল্লাশি চালানো হচ্ছে। ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে মাও নিরাপত্তার ফাঁকফোকর রাখা হয়নি। সিআরপিএফ জওয়ানদের পাশাপাশি ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে ঝাড়খন্ড ও ওড়িশা সীমান্তবর্তী এলাকা গুলিতে জোর দার তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।
আরও পড়ুন:- মেদিনীপুর শহরে দুই যুবককে পিষে দেওয়া ঘাতক লরি আটক, রাতেও নজরদারি পুলিশের
আরও পড়ুন:- ভরদুপুরে ঝাড়গ্রামের অতিথিশালায় হঠাৎ হাজির ‘রামলাল’, ভেতরে ঢুকে সাবাড় সব্জি-ফলমূল, দেখল সকলের বিস্ময়-চোখ
সেই সঙ্গে ওড়িশা সীমান্তবর্তী নয়াগ্রাম, গোপীবল্লভপুর এবং ঝাড়খন্ড সীমান্তবর্তী বেলিয়াবেড়া, জাম্বনী, বেলপাহাড়ী থানার বিভিন্ন এলাকায় পুলিশ টহলদারির কাজ শুরু হয়েছে। যাতে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ সজাগ রয়েছে। তবে জঙ্গলমহলের সাধারণ মানুষ যথেষ্ট আতঙ্কে রয়েছে। মাওবাদীদের আন্দোলন ঝাড়গ্রাম জেলার বাসিন্দাদের কাছে অজানা নয়। তাই অজানা আতঙ্কে ভুগছে মানুষ। তবে পুলিশের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে সজাগ থাকার পাশাপাশি আতঙ্কিত না হওয়ার জন্য আবেদন জানানো হয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Maoist Poster
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore