Discussions with the people of the indigenous community to stop hunting in the landscape of West Midnapore
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : শিকার বন্ধে এবার আদিবাসী সমাজের মানুষজনদের নিয়ে আলোচনায় বসলেন বন দফতর ও পুলিশ আধিকারিকরা। রবিবার বিকেলে জেলার শালবনীর আড়াবাড়ি গেস্ট হাউসে এই আলোচনা হয়। উপস্থিত ছিলেন, মেদিনীপুর বন বিভাগের এডিএফও বিজয় চক্রবর্তী, রেঞ্জার মলয় ঘোষ, তমাল মুখার্জি সহ শালবনী থানার পুলিশ আধিকারিকরা।
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত ৩, আহত অনেকে
আরও পড়ুন:- পুলিশের নাম ভাঙিয়ে কোটি টাকা তোলাবাজির অভিযোগে পশ্চিম মেদিনীপুরে গ্রেফতার থানার ওসি’র গাড়ির প্রাক্তন চালক
বন্যপ্রাণ শিকার বন্ধে জেলাজুড়ে ছৌ নৃত্য সহ বিভিন্ন ভাবে সচেতনতার প্রচার করে বন দফতর ও পুলিশ। তার মাঝেও দেখা গিয়েছে বেশ কিছু মানুষজন পুলিশ ও বন দফতরের চোখ ফাঁকি দিয়ে জঙ্গলে প্রবেশ করে হত্যা করেছে বন্যপ্রাণ। আগামী মঙ্গলবার আড়াবাড়ি এলাকার জঙ্গলে শিকারের নির্দিষ্ট দিন রয়েছে।
Stop Hunting
আরও পড়ুন:- এগরা-মেদিনীপুর রাজ্য সড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস, জখম একাধিক
আরও পড়ুন:- সম্পত্তির দখল নিতে ডাইনি অপবাদ! শোরগোল মেদিনীপুর সদরে
তার আগে এদিন আদিবাসী সমাজের মাঝিদের নিয়ে আলোচনা বৈঠক হয়। চন্দ্রকোনা ও নয়াবসত এলাকাতেও আলোচনা সভা ও ছৌ নৃত্যের মাধ্যমে শিকার বন্ধের প্রচার চলে। রেঞ্জার মলয় ঘোষ জানিয়েছেন, আলোচনাতে ওনারা কথা দিয়েছেন বন্যপ্রাণ হত্যা করবেন না এবং বন দফতর ও পুলিশকে বিভিন্নভাবে সহযোগিতা করবেন।
আরও পড়ুন:- পুলিশের উপর হামলার ঘটনায় মেদিনীপুরে গ্রামীণে গ্রেফতার তিন, জোর তল্লাশি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Stop Hunting
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi Online Paper :. This time the forest department and police officials sat down to discuss with the people of the tribal community to stop the hunting. The discussion took place at Arabari Guest House in Shalbani in the district on Sunday afternoon. Police officers of Shalbani Police Station including ADFO Vijay Chakraborty of Medinipur Forest Department, Ranger Malay Ghosh, Tamal Mukherjee were present.
The forest department and the police have spread awareness in various ways. Such as chow dance across the district to stop wildlife poaching. Among them, it has been seen that some people have entered the forest and killed wild animals by evading the eyes of the police and forest department. Next Tuesday there is a specific day of hunting in the forest of Arabari area.
The preaching of stopping hunting goes on through Chhau dance. Ranger Malay Ghosh said that during the talks they promised not to kill wild animals. They would cooperate with the forest department and police in various ways.