3 miscreants of Bihar arrest with firearms by Ramnagar Police of Purba Medinipur district.
ওয়েব ডেস্ক ,বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : আগ্নেয়াস্ত্র সহ বিহারের ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করল পূর্ব মেদিনীপুরের রামনগর থানার পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে পুলিশ আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করে। পুলিশী জিজ্ঞাসাবাদে জানায় অভিযুক্তরা হল বিহারে রাজদীপ রঞ্জন সিংহ, সুবল কুমার ও আদিত্য সিংহ। মঙ্গলবার অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়।বিচারক জামিন নাকচ করে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
আরও পড়ুন:- বিরল রোগে আক্রান্ত! মেদিনীপুর শহরে ভর্তি নিল না স্কুল, অবশেষে সমাধান করলেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান
আরও পড়ুন:- মেদিনীপুর গ্রামীণে জেসিবি দিয়ে বালি তোলার অভিযোগ, বাড়ছে ক্ষোভ
অভিযুক্তরা রামনগরে বিভিন্ন এলাকায় এটিএম ডাকাতি করার উদ্দেশ্যে জ্বড় হয়েছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। ধৃতদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে রামনগর থানার পুলিশ। সূত্রের খবর, সোমবার ভর সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর রামনগর বাজারে একটি বিহারের নম্বর প্লেট লাগানো প্রাইভেট গাড়ি ঘোরাফেরা করছিল। নৈশ্য টহলদারি পুলিশ সন্দেহ হলে গাড়ি আটকায়। পুলিশ দেখে পালানোর চেষ্টা করে গাড়িটি। পুলিশ পিছু ধাওয়া করে গাড়ি আটকায়। তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে একটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করে।
Miscreants Arrest
আরও পড়ুন:- চাষে লোকসান, ঋণের বোঝা সামলাতে না পেরে চন্দ্রকোনায় আত্মঘাতী কৃষক !
আরও পড়ুন:- নদীতে মহিলার গলাকাটা বস্তাবন্দী দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দাসপুরে
গাড়ির ভেতরে থাকা ৩ দুষ্কৃতিকারীকে আটক করে থানায় নিয়ে যায়।এরপর তিনজনকে গ্রেফতার করে। পুলিশ গাড়ি থেকে আটক করে থানায় রেখেছে।রামনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বলেন ” তল্লাশি চালিয়ে বিহারে ৩ জন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের কাঁথি আদালতে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কি উদ্দেশ্যে এখানে এসেছিল তার জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। এর পেছনে আরও কারা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে “।
উল্লেখ্য, আগ্নেয়াস্ত্র সহ বিহারের ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করল পূর্ব মেদিনীপুরের রামনগর থানার পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে পুলিশ আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করে। পুলিশী জিজ্ঞাসাবাদে জানায় অভিযুক্তরা হল বিহারে রাজদীপ রঞ্জন সিংহ, সুবল কুমার ও আদিত্য সিংহ। মঙ্গলবার অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক জামিন নাকচ করে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
আরও পড়ুন:- পুরভোটে সফল পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব, পুণরায় পদে বহাল রেখে আস্থা রাখলেন তৃণমূল সুপ্রিমো
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Miscreants Arrest
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore