Potatoes damaged by hail, CPM leader Sushanta Ghosh walks around the land to talk to farmers of Garbeta
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পরপর বর্ষণ সঙ্গে সম্প্রতি শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি আলু সহ বিভিন্ন সবজির। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-২ ব্লকের মাকলী গ্রাম পঞ্চায়েত এলাকায় শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয় আলু চাষের। সেইসব এলাকা সোমবার ঘুরলেন সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সুশান্ত ঘোষ। ছিলেন বিজয় পাল, সৌগত পন্ডা, প্রসেনজিত মুদি। কথা বলেন ক্ষতিগ্রস্ত চাষীদের সঙ্গে।
আরও পড়ুন:- নির্বিঘ্নে কাটল মাধ্যমিকের প্রথম পরীক্ষা, মেদিনীপুরে প্রস্তুত ছিল পুলিশ
আরও পড়ুন:- মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের পথ মসৃণ রাখতে হাতির গতিপথে ঢাল হয়ে দাঁড়ালেন বনকর্মীরা
ক্ষতিপূরণের দাবি নিয়ে বিভিন্ন প্রশাসনিক দফতরে দলের পক্ষ থেকে জানানো হবে বলে জানান সুশান্ত। জেলার চন্দ্রকোনা, গড়বেতাতে সবচেয়ে বেশি আলু চাষ হয়। ব্যাঙ্ক বা মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে আলু চাষ করেন। শিলাবৃষ্টিতে ক্ষতি হওয়ায় অসহায় আলু চাষীরা। সিপিএম নেতৃত্বের অভিযোগ, “ব্যাপক ক্ষতি হওয়ার পরও সরকার চুপ। পরিদর্শনে এসে ফসলের ক্ষতি না দেখে রাস্তা থেকে গাড়িতে বসে ঘুরে গেছেন সমষ্টি উন্নয়ন আধিকারিক।”
আরও পড়ুন:- হাতি মৃত্যুর পর এবার হাতির হানায় এক ব্যক্তির মৃত্যু ঝাড়গ্রামে
আরও পড়ুন:- মদ নিষিদ্ধ ও বেকারের কাজের দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে মিছিল
এদিকে ক্ষতিপূরণের দাবিতে বিভিন্ন প্রশাসনিক দফতরে ডেপুটেশন দিয়েছে সারা ভারত কৃষক সভা ও সারা ভারত কৃষক ও খেতমজুর সংগঠন। সরকার ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতিপূরণ না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাম কৃষক সংগঠনগুলি।
আরও পড়ুন:- মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কেশিয়াড়িতে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Garbeta
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore