Trinamool poster on the government wall in Medinipur, to the Complaints Commission
ওয়েব ডেস্ক , বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : সরকারী দেওয়ালে তৃণমূল কালচারাল সেলের একাধিক পোস্টার চেটানো হয়েছে। এ নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। তারা কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের মূল প্রবেশ পথের দেওয়ালে তৃণমূল কালচারাল সেলের পোস্টার লাগানো হয়েছে এবং তাতে শহরের সমস্ত ওয়ার্ডে তৃণমূল প্রার্থীদের জেতানোর কথা বলা হয়েছে। তাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়াও রয়েছে জোড়াফুলের প্রতীক।
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে ভোট প্রচারে এসে কাঁচা বাঁশ ব্যবহারের দাওয়াই দিলেন দিলীপ ঘোষ
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে প্রেমিকা নাবালিকা ছাত্রীকে চড় প্রেমিকের ! ভাইরাল হওয়া ভিডিও দেখে দোষীকে গ্রেফতার পুলিশের
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরের সাত পুরসভার নির্বাচন সামাল দিতে ঝাড়গ্রাম জেলা থেকেও নেওয়া হবে পুলিশ
পোস্টারে নাম রয়েছে সংগঠনের পক্ষে সমীর মহান্তি, বিভাস ভট্টাচার্য, সুব্রত মহাপাত্র প্রমুখদের । সরকারী দেওয়ালে এভাবে ভোটের প্রচারে পোস্টার চেটানো নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। বিজেপি নেতা শংকর গুচ্ছাইত বলেন, কালচারাল সেলের নামে ওনারা আনকালচার কাজ করেন, ওনারা শহরের মনীষীদের মূর্তির সামনেও পোস্টার টানিয়ে দেন, আমরা ইতিমধ্যে কমিশনে অভিযোগ করেছি।
Trinamool Poster
আরও পড়ুন:- আনিস মৃত্যুতে ডিএসও-র বিক্ষোভ মেদিনীপুরে
আরও পড়ুন:- মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনায় শালবনীর একটি বিদ্যালয়ে সত্যনারায়ণ পুজো
সিপিএমের সৌগত পন্ডা বলেন, এতে জেলা পরিষদের গরিমা নস্ট হচ্ছে। কিছু লাভ হবে না জেনেও প্রশাসনের কাছে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে তৃণমূল কালচারাল সেলের আহ্বায়ক সমীর মহান্তি বলেন, পোস্টার লাগানো হয়েছিল, বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠায় পোস্টার সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি ভালো চোখে দেখছেন না তৃণমূল নেতৃত্ব। তাদের বক্তব্য পোস্টার লাগানোর অনেক জায়গা রয়েছে। সরকারী দেওয়ালে পোস্টার না লাগানোই উচিত ছিল।
আরও পড়ুন:- ২৫ এ ২৫ এর লক্ষ্যে মেদিনীপুরে তৃণমূলের প্রচারে অভিনেত্রী সায়ন্তিকা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Trinamool Poster
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore