Trinamool teachers’ organization will take part in the Municipality Election campaign in West Midnapore
ওয়েব ডেস্ক , বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পশ্চিম মেদিনীপুরের পৌর নির্বাচনী প্রচারে এবার প্রাথমিক শিক্ষক সংগঠনকে কাজে লাগাতে বিশেষ উদ্যোগ নিল জেলা তৃণমূল। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা শাখার বিশেষ প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়েছিল বৃহস্পতিবার মেদিনীপুর শহরে। সেখানেই সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু বিশুই শিক্ষকদের অনুরোধ করেন, পৌর নির্বাচনী প্রার্থীদের সমর্থনে প্রচারে শিক্ষক- শিক্ষিকাদের সহযোগিতা করতে।
আরও পড়ুন:- উন্নয়ন অব্যাহত রাখতে তৃণমূল, দুর্নীতি মুক্ত মেদিনীপুর পৌরসভা গড়তে মনোনয়ন জমা দিল বিরোধীরা
বিভিন্ন কারণে পশ্চিম মেদিনীপুর জেলায় তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠন একেবারে ছিন্ন হয়ে গিয়েছিল গত কয়েকবছর ধরে। সম্প্রতি নতুন জেলা সভাপতি সহ বিভিন্ন নেতৃত্বের বদল করে সংগঠনকে সাজানো হয়েছে। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন, সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু বিশুই, জেলা তৃণমূলের নেতা তথা পিংলার বিধায়ক অজিত মাইতি, তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা, শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যাম পাত্র, শিক্ষক সমিতির জেলা সভাপতি অনিমেষ দে।
Municipality Election
আরও পড়ুন:- পৌরসভা ভোটের আগেই মেদিনীপুর সদরে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার
আরও পড়ুন:- শুভেন্দুর বিরুদ্ধে ত্রিপল চুরির মামলা প্রত্যাহার তৃণমূল নেতার
কৃষ্ণেন্দু বিশুই বলেন, রাজ্যের পরিস্থিতি যেমনই হোক না কেনো, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক-শিক্ষিকাদের ওপরে কোনো রকমের আঁচ আসতে দেননি। প্রতিমাসে ১ তারিখের মধ্যে বেতন দিয়েছেন। সমস্ত সুযোগ সুবিধা দিয়ে গিয়েছেন। তাই রাজ্যে এই মুহুর্তের নির্বাচনী প্রক্রিয়ায় আমাদের শিক্ষক সংগঠনের উচিত পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করা। না হলে বিজেপির মতো শক্তি এলে বিভিন্ন রকমের সমস্যাতে পড়তে হবে সমস্ত শিক্ষক-শিক্ষিকাদেরই। যা বাম আমলে হয়েছে। তাই এই পৌর নির্বাচনে আমাদের শিক্ষক সংগঠনের ব্যানারে আমরা প্রচারে নামবো।
আরও পড়ুন:- সম্প্রীতির চিত্র মেদিনীপুর সদর ব্লকে, সরস্বতী পুজো ও পঞ্চমী মেলার আয়োজনে হিন্দু-মুসলিম
আরও পড়ুন:- খড়গপুরে পুরসভা নির্বাচনের টিকিট না পেয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সম্পাদকের বাড়ি ভাঙচুর
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Municipality Election
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore