Deputation
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: ক্ষতিপূরণের দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দফতরে বিক্ষোভ দেখাল আলু চাষীরা। বুধবার মেদিনীপুর শহরে আলু চাষী সংগ্রাম কমিটির ব্যানারে মিছিলও করে। তাদের দাবি, জাওয়াদের প্রভাবে অকাল বর্ষণে ব্যাপক ক্ষতি হয়েছে ধান ও আলুর। ঋণ নিয়ে আলু চাষ করতে বিঘা প্রতি খরচ তিরিশ হাজার টাকা। পুরোটায় নষ্ট হয়ে গিয়েছে বহু চাষীর। সরকারী ভাবে ক্ষতিপূরণ না দিলে সর্বস্বান্ত হয়ে পড়বেন।
আরও পড়ুন:- তাজপুর গভীর সমুদ্র বন্দর পরিদর্শনে পা রাখলেন আদানি গোষ্ঠী
আরও পড়ুন:- হচ্ছে মেদিনীপুর শহরে চার্চ মেলা, বন্ধ আতসবাজী প্রদর্শনী
পাশাপাশি কৃষি ঋণ মুকুব করে পুনরায় স্বল্প সুদে ঋণ দেওয়ার দাবি জানিয়েছেন চাষীরা। এদিন পশ্চিম মেদিনীপুর জেলা ডেপুটি ডিরেক্টর অব এগ্রিকালচার (ডিডিএ) দফতরে চাষীরা তাদের ক্ষতির খতিয়ান সহ ডেপুটেশন দেন। সরকারি হিসেব অনুযায়ী ৬৭ হাজার হেক্টর আমন ধান ১৭ হাজার হেক্টর আলু চাষ নষ্ট হয়েছে অকাল বর্ষণে। মোটা অঙ্কের ঋণ নিয়ে চাষ করেছিলেন আলু চাষীরা।
Deputation
আরও পড়ুন:- ডাকাতির আগেই পূর্ব মেদিনীপুরে পুলিশের হাতে পাকড়াও ১০ জনের সশস্ত্র ডাকাতদল
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে ছাত্রদের ঘেরাওয়ের পর বেশি নেওয়া ভাড়া ফেরত দিল বাস কন্ডাক্টর
সারা ভারত কৃষক ও খেতমজুর সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক তথা আলুচাষী সংগ্রাম কমিটির রাজ্য সহ সম্পাদক প্রভঞ্জন জানা বলেন, ‘জাওয়াদ’ ঝড়ের প্রভাব না পড়লেও বর্ষণে সর্বস্বান্ত হয়েছেন চাষীরা। জেলায় এক লক্ষ হেক্টর জমির চাষ নষ্ট হয়ে গিয়েছে। বহু চাষী আত্মহত্যার মুখে এসে দাঁড়িয়েছে। কৃষি ঋণ মুকুব করে তাদের নতুন করে বাঁচার পথ না দিলে চরম বিপদ দেখা দেবে।
আরও পড়ুন:- মৌমাছি চাষের প্রশিক্ষণ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে, দেখাবে বিকল্প আয়ের দিশা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Deputation
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore