Durga Puja
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: “খেলা হবে” রাজনীতির স্লোগান এবার পুজো মন্ডপেও। তৈরি করা হয়েছে স্টেডিয়াম। মেদিনীপুর শহরের বাড়মানিকপুর পুজো মন্ডপে এবারের থিম এরকমই। পুরো মন্ডপ যেন স্টেডিয়াম। আর তার নাম দেওয়া হয়েছে ধ্যানচাঁদ স্টেডিয়াম। অল্প পরিসরে তৈরী করা এই স্টেডিয়াম মন্ডপ বিভিন্ন খেলার সামগ্রী দিয়ে সাজানো হয়েছে। খেলোয়াড়দের বিভিন্ন মুহুর্তের ছবির ব্যানার দেওয়া হয়েছে পুরো মন্ডপের অভ্যন্তরীন সজ্জাতে। ভেতরের মাঝখানে ফাঁকা মাঠ দু’ভাগে ভাগ করে ক্রিকেট ও ফুটবল মাঠ তৈরী করা হয়েছে। পাশেই রাখা হয়েছে খেলার সরঞ্জামও।
আরও পড়ুন:- পাঁশকুড়ায় লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে মালগাড়ির ৮টি বগি
আরও পড়ুন:- শিশুর নিস্তব্ধ আর্তনাদের যন্ত্রণা ফুটে উঠল মেদিনীপুর শহরের এক পুজো মণ্ডপে
আরও পড়ুন:- পঞ্চমীতেই মেদিনীপুর শহরে পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড়, ষষ্ঠী থেকে থাকছে যানবাহনের ক্ষেত্রে বিধিনিষেধ
Durga Puja
লক্ষ্য যুবকদের খেলার প্রতি আগ্রহ তৈরী করা। পুজো কমিটির সভাপতি জগদিশ চন্দ্র পাল বলেন, রাজনীতির “খেলা হবে” স্লোগানকে পুজো মন্ডপের থিম হিসেবে দেখানো হয়েছে। যেখানে খেলার বিভিন্ন বিষয়কে তুলে ধরা হয়েছে। মূলত খেলার প্রতি আগ্রহ তৈরী করতেই এই আয়োজন। অল্প বাজেটেই এই আয়োজন করা হয়েছে শিল্পীর কলাকুশলী দিয়ে। এই মন্ডপের প্রতিমা সাধারণ হলেও প্রতিমার সংলগ্ন এলাকাতেও খেলা হবে থিমের ছড়াছড়ি। সেখানে লুডো থেকে তাস খেলার বিভিন্ন অংশ দিয়ে সাজানো হয়েছে। তবে রাজনীতি নয়, খেলার জগতকে তুলে ধরা হয়েছে থিমের মাধ্যমে।
আরও পড়ুন:- বন্যার জল পেরিয়ে পরিষেবা দিলেও পুজোর আগেও চার মাসের ইন্সেন্টিভের টাকা পেল না পশ্চিম মেদিনীপুরের আশাকর্মীরা
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুর জেলায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, তৎপর স্বাস্থ্য দফতর
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Durga Puja
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: The slogan of “Khela Habe” politics is also in Puja Mandap. The stadium has been built. This is the theme of this year’s Barmanikpur Puja Mandap in Midnapore city. The whole mandap is like a stadium. And it has been named Dhyanchand Stadium. This small stadium pavilion is decorated with various sports equipment. Banners of different moments of the players have been given to the interior decoration of the entire mandapa. A cricket and football field has been created by dividing the empty field in the middle into two parts. Playing equipment has also been kept next to it.
As a result, the goal is to create interest in sports among the youth. After that, Jagdish Chandra Pal, president of the PujCommittee, said the slogan “Khela Habe” has been shown as the theme of the Puja mandap. For this reason, different aspects of the game have been highlighted. This is mainly to create interest in the game. Although, this has been organized on a small budget with the artist’s crew. Although the idol of this mandapa is common, the theme will be played in the area adjacent to the idol. Arranged there with different parts of playing cards from ludo. But not politics, the world of sports has been highlighted through the theme.