Elephant attack
আরও পড়ুন ঃ– সরকারী সংস্থা বেসরকারীকরণ ও NRC চালুর প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর জেলায় বিক্ষোভ
পত্রিকা প্রতিনিধি: হাতির তান্ডবে নাজেহাল ঝাড়গ্রামের (Jhargram) জামবনি (Jambani) এলাকার বাসীন্দারা ঝাড়খন্ড (Jharkhand) থেকে ৩০ টা হাতির একটি দল জামবনিতে এসে অবস্থান করছে বলে বন দফতর সূত্রে জানা যায়। গত শুক্রবার রাতে জামবনি থানার গিধনী(Gidhni) এলাকায় অনুকুল ঠাকুরের আশ্রমে (Anukul Ashram)হানা দেয় হাতির দল। আশ্রমের পাঁচিলের একাংআ ভেঙে তারা আশ্রম চত্ত্বরে কিছুক্ষণ খাবারের খোজঁ করে বেরিয়ে যায় বলে জানা স্থানীয় সূত্রে। যাওয়ার সময় গিধনী এলোকেশী হাইস্কুলের (Elakeshi Highschool)একপাশে প্রায় গোটা প্রাচীর ভেঙে দেয় দাঁতালগুলি। বর্তমানে পাশেই বড়শোলর জঙ্গলে অবস্থান করছে দাঁতালগুলি।তাই হাতির আতঙ্কে গোটা এলাকার বাসিন্দারা। বিকেল চারটার পর থেকে সকাল পর্যন্ত হাতির হামলার আশঙ্কায় তটস্ত এলাকা বাসী।
আরও পড়ুন ঃ– সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু, পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ঘটনায় চাঞ্চল্য
অপর দিকে বিনপুর এলাকায় আরেকটি হাতির দল রয়েছে বলে জানা যায়। স্থানীয় এলাকাবাসীর আতঙ্ক নতুন ধানের বীজতলা এখন কিভাবে হাতির হাত থেকে বাঁচানো যায়। ঝাড়গ্রামের ডিএফও(D.F.O) জে সেক ফরিদ(J. sk. Farid) বলেন , “হাতি খাবার স্বাদ বদল করছে। একারনে জঙ্গল ছেড়ে চাল, ধান, সব্জি এ সবের লোভে গ্রামে ঢুকে পড়ছে।আমরা হাতি যেখানে আছে সেখান কার মানুষ কে সন্ধ্যা৬ টা থেকে সকাল ৬টা পর্যন্ত বেরোতে নিষেধ করেছি। তা নিয়ে প্রচারও চলছে।”
আরও পড়ুন ঃ– দিঘার সমুদ্রের জলের রং পরিবর্তনে আতঙ্কিত পর্যটকেরা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Elephant Attack
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore