নিতাই রক্ষিত: এক মহিলার টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে পালাবার সময় লরিতে পিষ্ট হয়ে মারা গেল ৩ কিশোর । ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মোহনপুর ব্রিজ সংলগ্ন সতকুইতে । মৃত তিন কিশোরের মধ্যে শাহবাজ খান (১৭), নাসির আলম (১৬) ঘটনাস্থলেই মারা যান। অপরজন শেখ শাহিদকে (১৭) কলকাতায় নিয়ে যাওয়ার পথে মারা যায় । মৃত তিন কিশোরের বাড়ি মেদিনীপুর সদর ব্লকের রামনগরে । খড়্গপুর টাউন থানার পুলিশ জানিয়েছে পুলিশের নজরদারি থেকে দ্রুত পালাতে গিয়েই তারা জোরে গাড়ি চালায় এবং দুর্ঘটনার কবলে পড়ে ।
ঘটনায় জানা গিয়েছে বুধবার সন্ধ্যায় খড়্গপুরের নিউটাউন এলাকার বাসিন্দা সুপ্রিয়া প্রামাণিক নামে এক গৃহবধূ ইন্দার একটি এটিএম থেকে ১৩০০০ টাকা তোলেন । মহিলার দেওয়া তথ্য অনুযায়ী তিনি এটিএম কাউন্টার থেকে বেরোতেই ছো মেরে ব্যাগ নিয়ে একটি ছেলে দ্রুত পালিয়ে যায়। সেই সময় রাস্তার স্কুটিতে স্টার্ট দেওয়া অবস্থায় দুজন বসেছিল। ব্যাগ ছিনিয়ে নিয়ে ছেলেটি ওই স্কুটিতে উঠে যায় । এবং সঙ্গে সঙ্গে রুদ্ধশ্বাস গতিতে স্কুটিটি বেরিয়ে যায়। মহিলার চিৎকারে আশেপাশের কয়েকজন যুবক স্কুটির পিছনে ধাওয়া করেন । খবর পেয়ে পুলিশও দ্রুত পিছু ধাওয়া করে এর মধ্যে টাউন থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন ওই মহিলা । কিছুক্ষণ পর থানায় খবর আসে সতকুইতে একটি দুর্ঘটনা ঘটেছে । দুরন্ত গতিতে যাবার সময় স্কুটিটির ছোট চাকা পিছলে রাস্তার ওপর উল্টে যায় । গাড়িতে থাকা তিনজনই রাস্তার ওপর পড়ে যায় । সে সময় পেছন দিক থেকে আসা একটি মালবাহী লরি তিন কিশোরকে চেপে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই দুজন মারা যায়, বাকি একজনকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু ঘটে । এরপরই সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করে পুলিশ । এটিএম কাউন্টার সংলগ্ন একটি সিসিটিভি ফুটেজে কালো রঙের স্কুটি এবং ব্যাগ ছিনিয়ে নেওয়া কিশোরকে শনাক্ত করে পুলিশ। সতকুইয়ের পথে যে দুর্ঘটনাটি ঘটেছে সেই স্কুটির সঙ্গে মিল রয়েছে । এর ফলে সিসিটিভি তে দেখতে পাওয়া কিশোরকে দুর্ঘটনাস্থলেই শনাক্ত করা সম্ভব হয়েছে । এরপরই পুলিশ নিশ্চিত হয়ে যায় ইন্দাটে মহিলার টাকার ব্যাগ ছিনতাই করা গ্যাং দুর্ঘটনায় মারা গিয়েছে । দুর্ঘটনাস্থল থেকে মহিলা ছিনতাই হওয়া টাকার ব্যাগও উদ্ধার হয়েছে।
খড়গপুরের ইন্দা,বিদ্যাসাগর পল্লী, আনন্দনগর এলাকায় এমন ছিনতাই এর ঘটনা প্রায়ই ঘটছে। পুলিশ ও স্থানীয়দের অনুমান ইন্দা এলাকা থেকে ছিনতাই করে অনতি দূরে চৌরঙ্গী পেরোলেই ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে দুষ্কৃতীরা সহজেই পালাতে পারছে । সেজন্য ইন্দা সংলগ্ন এলাকায় ছিনতাই চুরির মোক্ষম জায়গা হিসেবে ব্যবহার করছে দুষ্কৃতীরা । মহিলাদের গলা থেকে সোনার হার, মোবাইল ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাবার ঘটনাও প্রায়ই ঘটছে । গত এক বছর আগে এমনই ছিনতাই করে পালানোর সময় দুর্ঘটনায় মারা যায় এক যুবক । সে সময় তার পকেট থেকে বন্দুক উদ্ধার করেছিল পুলিশ । ইন্দো সংলগ্ন এলাকায় এভাবে চুরি ছিনতাই বেড়ে যাওয়ার আতঙ্ক বেড়েছে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে। পুলিশ ওই এলাকায় নিরাপত্তা বাড়ানোর পদক্ষেপ নিচ্ছে । সিসিটিভি বসানোর উদ্যোগ নিয়েছে ।
দুর্ঘটনায় মৃত তিন কিশোরের বাড়ি সদর ব্লকের রামনগরে। ওই গ্রামের লোকজন অবশ্য বলেছেন মৃত তিন কিশোর ছিনতাইয়ের সঙ্গে যুক্ত নয় । তাদের ওপর মিথ্যা দোষ চাপানো হচ্ছে । তিন কিশোর খড়্গপুরে এক আত্মীয় বাড়ি থেকে ফিরছিল। যদিও পুলিশ গ্রামবাসীদের এই বক্তব্য মানতে নারাজ । পুলিশ সাফ জানিয়েছে ছিনতাই করে পালানোর সময় দুর্ঘটনায় ওই তিন কিশোরের মৃত্যু ঘটেছে।