পত্রিকা প্রতিনিধি: আজ (২৪জুন, বৃহস্পতিবার ) পালিত হচ্ছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার স্নানযাত্রা। স্নানযাত্রার পরে শ্রীজগন্নাথদেব এক পক্ষ কাল দৃশ্যমান থাকেন না। মনে করা হয়, তাঁর জ্বর হয়েছে। সেই সময়ে তিনি রাজবৈদ্যের অধীনে চিকিৎসিত হতে থাকেন। এই পর্বটিকে ‘অনাসর’ বা ‘অনবসর’ বলা হয়। যেহতু এই সময়ে দারুব্রহ্মকে দেখা যায় না, সেহেতু তাঁর পটচিত্রে পুজো দেন ভক্তরা। কথিত আছে, আজ স্নানযাত্রার পর জগন্নাথ দেব জ্বরে কাবু হয়ে গৃহবন্দী হবেন।জ্বর সারাতে দয়িতাপতিরা ওষুধ পথ্য অর্থাৎ মিষ্টি রসের পানা বিশেষ পাচন ও নানা ধরণের মিষ্টান্ন ভোগ দেন। কথিত আছে, রাজবৈদ্যের আয়ুর্বৈদিক ‘পাঁচন’ খেয়ে এক পক্ষকালের মধ্যে সুস্থ হয়ে ওঠেন। সুস্থ হয়ে উঠে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রাজবেশে সজ্জিত হয়ে রথযাত্রা করে মাসির বাড়ি যান।
রথের আগে পর্যন্ত ভক্তরা জগন্নাথ দেবের দর্শন পাবেন না। এই কয়েকটা দিন পূজিতও হবেন না জগতের নাথ। রীতিমত কম্বল মুড়ি দিয়ে গৃহবন্দী হয়ে থাকার পর রথযাত্রার দিন রাজ বেশে রাজ রথে করে অবতীর্ণ হবেন মাসির বাড়িতে। ঘি মধু থেকে শুরু করে বিভিন্ন রকমের ফলের রস ও অসংখ্য দ্রব্যাদি দিয়ে জগন্নাথকে স্নান করানো হচ্ছে সকাল থেকে।এক পক্ষকাল জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দৃশ্যমান থাকেন না। শ্রীচৈতন্যদেব পুরীতে অবস্থানকালে প্রতিদিন জগন্নাথ সন্দর্শনে যেতেন। অনবসরকালে তিনি এই সন্দর্যন থেকে বঞ্চিত হন। তখন তাঁকে স্বয়ং ভগবান জানান, তিনি অলরনাথ রূপে বিরাজ করছেন ব্রহ্মগিরিতে। শ্রীচৈতন্য ব্রহ্মগিরিতে গিয়ে জগন্নাথ দর্শন করেন।
আজ শুক্রবার প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা ।
স্নানপূর্ণিমার সময়, তিথি- ২৪ জুন পড়েছে পূর্ণিমা। এটি ছাড়বে ২৫ জুন রাত ১২:০৯ মিনিটে। এদিকে, আজ জগন্নাথ দেবের স্নানযাত্রার সময়ক্ষণের মধ্যে প্রথম পর্ব মঙ্গলপর্ণা। যার সময় রাত ১ টাতেই শুরু হয়েছে। হরিবেশ ১১ টা দেথে শুরু হয়েছে। এরপর বহুদা পাহাড়ি চলবে বিকেল ৫ টা থেকে সন্ধ্যে ৮ টা পর্যন্ত।
সকল স্বাস্থ্যবিধি মেনে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা অত্যন্ত ভক্তি নিষ্ঠার সাথে সম্পন্ন হল শহরের জগন্নাথ মন্দিরে । প্রতিবারের মতো এবারও মন্দির সংলগ্ন কাঁসাই নদী থেকে বাদ্যযন্ত্র সহকারে ৭ টি কলসিতে করে জল আনা হয়েছে । সকল ধর্মীয় রীতিনিতি মেনে স্নান যাত্রা হয় ।
করোনা পরিস্থিতির কারনে কোনো ভক্তবৃন্দ কে মন্দির চত্বরে প্রবেশ করতে দেওয়া হয়নি । মন্দিরের বাইরে থেকে অবশ্য প্রচুর ভক্ত প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শন করেছেন । জগন্নাথ মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে করোনার কারনে গত বছরের মতোই শহরে রথের শোভাযাত্রা বন্ধ থাকবে । মন্দির সংলগ্ন অস্থায়ী মাসিবাড়িতে জগন্নাথের বিভিন্ন বেশে পুজো ও অন্যান্য ধর্মীয় রীতি পালিত হবে ।