পত্রিকা প্রতিনিধি :ঝাড়গ্রামে (jHARGRAM) হাতির হামলার ঘটনা অব্যাহত রয়েছে। রবিবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনি অঞ্চলের বরিয়া এলাকার এক বাসিন্দাকে একটি দাঁতাল হাতি মাটিতে ফেলে মেরে দেয়। ওই ব্যক্তির মৃত্যুর পর এবার হাতির হানায় জখম হলেন এক বনকর্মী। তিনি বন দপ্তরের লোধাসুলি রেঞ্জের (LODHASULI RANGE) ফরেস্ট গার্ড বলে যানা যায় । ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যা ৭.৩০ মি: নাগাদ ঝাড়গ্রাম ব্লকের আমলাচটি ভেষজ ভেষজ উদ্যান এর কাছে। জখম বনকর্মীর নাম বুদ্ধদেব শবর(buddhadev Sabar) (৪৮)।
স্থানীয়রা জানান, এদিন সকালে কোনো কারণে ৪ টা হাতি ওই বাগানে ঢুকে পড়ে। সেই চারটি হাতি কে সোমবার বিকালে ড্রাইভ করার কথা ছিল । ড্রাইভ করার আগেই বন দপ্তরের এক কর্মীর উপর হামলা চালালো একটি হাতি । চারিদিক ঘেরা থাকায় সন্ধ্যা পর্যন্ত বেরোতে পারেনি বুদ্ধদেব বাবু । সকাল থেকেই বনকর্মীরা নানান চেষ্টা করেন হাতিগুলিকে বের করার। সন্ধ্যার সময় বাগানের গেট খুলে দিয়ে হাতিগুলিকে যাওয়ার ব্যবস্থা করতে গিয়ে বিপদের মুখে পড়েন ওই বনকর্মী।
গেটের সামনে গাছের আড়ালে চুপিসারে দাঁড়িয়ে ছিল একটি হাতি। আচমকা শুঁড়ে ধরে নিয়ে আছাড় দিলে রক্তাক্ত অবস্থায় দূরে ছিটকে পড়েন। অন্যান্য বনকর্মীরা তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে যান। জানা গিয়েছে, ডান পায়ে গুরুতর আঘাত পেয়েছেন।বনদপ্তর কর্মী বুদ্ধদেব শহরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।