Oxygen news
পত্রিকা প্রতিনিধি: করোনা( Covid ) মহামারীতে দেশজুড়ে রীতিমতো দিশেহারা অবস্থা। অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর ঘটনা ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে এরাজ্যেও। তবে অক্সিজেন (Oxygen) সংকট মোকাবিলায় রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ হাসপাতালগুলিতে অক্সিজেন তৈরির উদ্যোগ গ্ৰহণ করা হয় সরকারের তরফে। তবে এহেনঅবস্থায় পশ্চিম মেদিনীপুর (West Medinipur) জেলায় আপাতত কোনও অক্সিজেন প্ল্যান্ট(Oxygen plant) তৈরি করা হবে না বলে কেন্দ্রীয় সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে। তবে পাশ্ববর্তী জেলা ঝাড়গ্রামের (Jhargram)অবশ্য অক্সিজেন প্ল্যান্ট (Oxygen plant) তৈরির পরিকল্পনা রয়েছে।
পশ্চিম মেদিনীপুর (West Medinipur) জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ‘ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’- এর (DRDO) পক্ষ থেকে জেলায় প্রস্তাবিত অক্সিজেন প্ল্যান্টগুলি বসানোর কথা ছিল।এই জেলায় ৫টি সরকারি হাসপাতালে মেডিক্যাল অক্সিজেন প্ল্যান্ট(Oxygen plant) বসানোর তোড়জোড় শুরু হয়েছিল। ঠিক ছিল, জেলায় মোট ৬টি প্ল্যান্ট গড়ে হবে। তবে কেন্দ্রীয় সংস্থার বার্তা পেয়ে হতাশ জেলার স্বাস্থ্য দফতরও। তবে এই জেলায় অক্সিজেন প্ল্যান্ট(Oxygen plant) তৈরি না হলে জেলায় মানুষেরা কিভাবে পর্যাপ্ত অক্সিজেন(Oxygen) পাবেন তা নিয়ে চিন্তিত চিকিৎসকেরা।
এবিষয়ে স্বাস্থ্য অধিকর্তা সৌম্যশঙ্কর সারেঙ্গী( Soumyashankar Sarengi)জানান , ‘‘পশ্চিম মেদিনীপুরে (West Medinipur) অক্সিজেন প্ল্যান্ট(Oxygen plant) গুলি যে সংস্থার বসানোর কথা ছিল, তারা জানিয়ে দিয়েছে যে, তাদের অগ্রাধিকারের তালিকায় এ জেলার কোনও প্রকল্প নেই। স্বাভাবিকভাবে এ জেলায় প্রস্তাবিত কোনও প্ল্যান্টের কাজই এগোয়নি।’’ অপরদিকে জেলার এক স্বাস্থ্য আধিকারিক বলেন, ‘‘এই প্রকল্পগুলি কবে হবে, আদৌ হবে কি না, সে সব এখনই বলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে।’’
তবে অক্সিজেন প্ল্যান্ট (Oxygen plant) তৈরি না হওয়া গিয়ে জেলায় ইতিমধ্যে তৃণমূল (Trinamool) এবং বিজেপির(Bjp) চাপানউতোরও শুরু হয়েছে। বিভিন্ন মহলও মনে করছে, কেন্দ্র-রাজ্য সংঘাতেই সার্বিকভাবে এ রাজ্যে প্রকল্পের সংখ্যা কমে গিয়েছে। আর তার প্রভাব ইতিমধ্যে পড়েছে পশ্চিম মেদিনীপুর(West Medinipur) জেলায় । এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতির(Ajit Maity) মতে, ‘‘আসলে এটা বিজেপির (Bjp) প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়। বাংলার মানুষ যে ভাবে বিপুল ভোটে তৃণমূলকে (Trinamool) জিতিয়েছেন, সেটা মেনে নিতে না পেরেই এই প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি(Bjp) ।’’ অপরদিকে মেদিনীপুর (Medinipur) সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন তিওয়ারি(Soumen Tiwari) বলেন, ‘‘আমি যতটুকু জানি, প্রস্তাবিত প্রকল্প হবেই না, এমনটা নয়। কোনও কেন্দ্রীয় সংস্থা এমনটা জানায়নি। জানিয়েছে, আপাতত হচ্ছে না। অগ্রাধিকারের ভিত্তিতে প্রকল্প হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি জেলায় অক্সিজেন প্ল্যান্ট বসানোর কাজ শুরুও হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘ঝাড়গ্রামে তো প্রকল্প হচ্ছে। ঝাড়গ্রামেও(Jhargram) তো বিজেপির(Bjp) ফল খারাপ হয়েছে। তাহলে সেখানে কেন হচ্ছে? তৃণমূলের স্বভাব সবকিছুর সঙ্গে রাজনীতিকে মিশিয়ে দেওয়া।’’করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে অক্সিজেনের চাহিদা বেড়েছে। সঙ্গে দুশ্চিন্তাও বেড়েছে। যে কোনও সময় অক্সিজেনের অভাব দেখা দিতে পারে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Oxygen news
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore