Elephant attack
আরও পড়ুন ঃ–বাঁধ বাচাতে দিঘা ও মন্দারমনিতে ম্যানগ্রোভ রোপনের পরিকল্পনা মুখ্যমন্ত্রীর
পত্রিকা প্রতিনিধি: ফের হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম এর জামবনি থানার ঝাড়খন্ড সীমান্ত লাগোয়া বনডিহি গ্রামে। মৃতের নাম রুটু বাগাল(৫৩), বাড়ি বড় রাজগ্রামে।বাসিন্দারা জানান, এদিন ভোরবেলায় প্রাতঃকৃত্য করতে গিয়ে হাতির মুখোমুখি হন ওই ব্যক্তি, তখনই হাতি টেনে হিঁচড়ে মেরে দেয়।
গ্রামের জঙ্গলে প্রায় ৯ টি দলমার দাঁতাল রয়েছে । তার মধ্যে থেকে একটি দাঁতাল গ্রাম লাগোয়া বাঁশ বাগানে অবস্থান করছিল। ফেরার সময় সেই দাঁতাল এর আক্রমণে প্রাণ হারান রুটু বাগাল। লালগড় এলাকায় ৩৫ টি হাতির একটি দল এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। সুযোগ পেলেই লোকালয়ে চলে আসছে। বনদফতর থেকে গ্রামবাসীদের বারবার সতর্ক করা হয়েছে।জঙ্গলে, ধানজমিতে খাবারের অভাবের জন্যই হাতিগুলি লোকালয়ে চলে আসে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Elephant attack
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore