Truck accident
আরও পড়ুন ঃ-অধিকারীদের বাড়তি গুরুত্ব, সাংসদ শিশির ও দিব্যেন্দু’কে ‘ Y প্লাস ‘ নিরাপত্তা কেন্দ্রের
পত্রিকা প্রতিনিধিঃ হলদিয়া-মেছাদা রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল জয়ন্ত মান্না( ৫৭) নামের এক ঔষধ ব্যবসায়ীর। তার বাড়ি দুর্গাচক থানার রাজরামপুর এলাকায়। শনিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার দুর্গাচক থানা গিরিশ মোড় এলাকায়।
জানা গিয়েছে, এদিন ওই ঔষধ ব্যবসায়ী সাইকেল করে রাজরামপুর থেকে মঞ্জুশ্রীর দিকে যাওয়ার পথেই আচমকাই গিরিশ মোড়ের চার মাথার মোড়ের কাছে মেচেদা থেকে আসা একটি গ্যাস ট্রাক দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্যক্তিকে সজোরে ধাক্কা মারে এরপর ওই ব্যক্তি ভারসাম্য হারিয়ে পড়ে গেলে তাকে পীষে দিয়ে চলে যায় ট্রাকটি। আর এই ঘটনার পর স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে দুর্গাচক থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তবে জনবহুল এলাকা থাকার কারনে ঘাতক গাড়িটি ধরা পড়ে যায়। এরপর পুলিশ গ্যাসের ট্রাকটিকে আটক করে থানার নিয়ে যায়। বর্তমানে গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Truck accident
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore