COVID Infection
আরও পড়ুন ঃ–সমুদ্রে মৎস্য শিকার বন্ধের নির্দেশিকার আগেই সমুদ্র যাত্রা বন্ধ মৎস্যজীবীদের
পত্রিকা প্রতিনিধিঃ দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। ফলে ভয়ংকর হারে বাড়ছে দৈনিক সংক্রমণ। ক্রমশই জটিল আকার নিচ্ছে করোনা চিত্র। গত ২৪ ঘণ্টায় দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রামে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭৮ জন ।
ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় ৮১ নতুন করে করোনা আক্রান্ত হয়েছে জন , পূর্ব মেদিনীপুর জেলায় ৮৫ জন ও ঝাড়গ্রাম জেলায় আক্রান্ত হয়েছেন ১২ জন বলে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের বুলেটিনের তথ্য অনুযায়ী জানা যাচ্ছে। তবে সংক্রমণ এর মাত্রা বাড়ায় ইতিমধ্যে বেশকিছু এলাকায় করোনা সচেতনতা প্রচার শুরু করেছে প্রশাসন। এদিকে, ভোটের বাংলায় চোখ রাঙাচ্ছে করোনা। লকডাউন এখন অতীত। আট দফায় ভোট চলছে বাংলায়। মিটিং-মিছিল-পদযাত্রা, জোরকদমে চলছে প্রচার।
আর প্রচারের সেই জমায়েতে স্বাস্থ্য বিধির দফা-রফা! সামাজিক দূরত্ব তো দূর অস্ত, বেশিরভাগ মানুষ আর মাস্ক পরারও আর প্রয়োজন মনে করছেন না। ফলে দ্বিতীয় দফায় দৈনিক সংক্রমণে রেকর্ড ভাঙছে করোনাভাইরাস। তবে রাজ্যবাসীকে বিনামূল্যে করোনার ভ্য়াকসিন দিতে চেয়ে কেন্দ্রের কাছ থেকে তা কিনতে চেয়ে মুখ্যমন্ত্রী দিল্লিতে চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু সেই আবেদনে সাড়া পাননি। ইতিমধ্যেই খবর, বেশ কয়েকটি রাজ্যে প্রতিষেধকের অপ্রতুলতা তৈরি হয়েছে। বাংলায় টিকাকরণের কী পরিস্থিতি, ভোটযুদ্ধের মাঝে সতর্কতা কতটা নেওয়া হচ্ছে, সেসব নিয়ে সংশয় থাকছে। তার উপর এই লাগামহীনভাবে সংক্রমণ বৃদ্ধিতে সাধারণ মানুষের আশঙ্কা বাড়ছে।
তবে লকডাউনের পথে হাঁটা হবে কিনা তা নিয়ে এখনও চিন্তাভাবনা চলছে। কিন্তু গোটা দেশে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে লকডাউনের সম্ভাবনা রয়েছে? পরিস্থিতির গুরুত্ব বুঝে স্থানীয় স্তরে কার্ফু জারি হলেও সম্পূর্ণ লকডাউনের পথে আর হাঁটবে না দেশ। রাজ্যগুলির সঙ্গে এই নিয়ে পৃথকভাবে কথাও বলছে কেন্দ্র সরকার।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
COVID Infection
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore