পত্রিকা প্রতিনিধিঃ ঝাড়্গ্রাম জেলাজুড়ে প্রাচীন নিয়ম মেনে আদিবাসী সমাজের মানুষেরা শিকার উৎসবে মেতে উঠেছেন। বিভিন্ন জঙ্গলে গিয়ে পশু-পাখিকে তীর বিদ্ধ করে হত্যা করে তারা বাড়ী নিয়ে এসে শিকার উৎসবের আনন্দ উপভোগ করেন আদিবাসী সমাজের মানুষেরা। ঝাড়গ্রাম জেলার বনদপ্তর এর পক্ষ থেকে ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সর্বস্তরের মানুষকে শিকার উৎসব এর দিনগুলি জঙ্গলে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে।
সেই সঙ্গে পশুপাখিদের নির্বিচারে হত্যা করতে নিষেধ করা হয়েছে। ঝাড়গ্রাম জেলার লালগড় সহ বিভিন্ন এলাকার জঙ্গলের প্রবেশ পথে পুলিশ ও বন দফতরের কর্মীরা কড়া নজরদারি শুরু করেছে। সেই সঙ্গে আদিবাসী মানুষদের সচেতন করতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। বন দফতরের পক্ষ থেকে আরো জানানো হয় যে যদি বন বিভাগের নির্দেশ অমান্য করে কেউ জঙ্গলে প্রবেশ করে তাহলে তার বিরুদ্ধে বনদপ্তর এর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তা সত্ত্বেও পুলিশ ও বন দপ্তরের কর্মীদের চোখে ফাঁকি দিয়ে বেশ কিছু এলাকায় আদিবাসী মানুষেরা জঙ্গলের ভিতরে ঢুকে শিকার উৎসব উপলক্ষে জঙ্গলে থাকা পশু ,পাখি দের নির্বিচারে তির বিদ্ধ করে মেরে ফেলেছে। আদিবাসী সমাজের মানুষদের শিকার উৎসবে জঙ্গলে না যাওয়ার জন্য আবেদন করেছে পুলিশ ও বন বিভাগের আধিকারিকরা বলে বিশেষ সূত্রে জানা যায়।