Jewelry theft
আরও পড়ুন ঃ–মোদিজীর বক্তব্য থেকে দেশপ্রেম ও জাতীয়তাবোধের শিক্ষা নিতে হবেঃ শুভেন্দু
শুভম সিং:কাঁথি:পূর্ব মেদিনীপুরঃ ফের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে মহিলাকে খাইয়ে বেঁহুশ করে গয়না লুট করার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়।বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কাঁথি সেন্টাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়।জানা গিয়েছে,আত্মীয়ের বাড়ির অনুষ্ঠানে যাওয়ার জন্য কাঁথি ১ ব্লকের শ্রীরামপুর থেকে কাঁথি শহরের কাঁথি সেন্টাল বাসস্ট্যান্ডে উপস্থিত হন গৌরী জানা নামের এক মহিলা।এরপর তিনি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে বাস ধরার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন।ঠিক সেই সময় একজন যুবক তার কাছে এসে জিজ্ঞেস করে তার একটি ব্যাগ হারিয়ে গেছে উনি দেখেছেন কিনা।এরপর ওই মহিলা তাকে উত্তর দেন যে তিনি কোন ব্যাগ দেখেননি।তৎক্ষণাৎ যুবকটি সেই স্থান থেকে চলে যায়। প্রায় 10 মিনিট পরে ঐ যুবকটি পুনরায় ওই মহিলার কাছে একটি ব্যাগ হাতে ফিরে এসে বলে, সে ওই ব্যাগটি খুঁজে পেয়েছে এবং সে মহিলার সাথে কথাবার্তা বলা শুরু করে। কথা বলতে বলতে সে বলে তার ওই ব্যাগে দেড় লক্ষ টাকা আছে।
সে মহিলাটিকে বলে ব্যাগটি রাখতে। সাদাসিধে মহিলা ওই ব্যাগটি রাখেন। এরপরে ওই ছেলেটি বলে যে, কাঁথি শহরে অনেক ছিনতাইয়ের ঘটনা ঘটছে তাই মহিলাটি উনার পরিহিত সোনার হার ,আংটি ,হাতের বাউটি এবং কানের দুল এগুলো খুলে যেন ব্যাগে ঢুকিয়ে নেন। মহিলাটি যুবকটির কথা বিশ্বাস করে তার সমস্ত গয়না খুলে ব্যাগে ঢুকিয়ে দেন এবং এ কাজে তাকে ঐ যুবকটি সাহায্য করে। এই সুযোগে যুবকটি তার সমস্ত গয়না হাতিয়ে নেয় যা মহিলাটি বুঝতে পারেননি। পরবর্তীতে যুবকটি বলে কাঁথি মহকুমা হাসপাতাল এর কাছে মহিলাটিকে গিয়ে দাঁড়াতে এবং সে কিছু পরে এসে ওই মহিলার কাছ থেকে টাকার ব্যাগটি নেবে । তিনি যুবকটির কথামতো টোটো তে বসে দারুয়া উদ্দেশ্যে রওয়ানা হন। কিছু সময় পরে তিনি যখন যুবকটিকে দেখতে পাচ্ছিলেন না তখন তার সন্দেহ হয় এবং তিনি ব্যাগটি খুলে দেখেন তাতে টাকা নেই শুধু কাগজ আছে এবং তার গয়নাগুলো নেই। দেখেই মহিলাটি প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়েন কাঁথি মুসলিম বালিকা বিদ্যালয়ের সামনে। সেখানে প্রচুর মানুষ জমা হয় কিন্তু মহিলাটি প্রচন্ড কান্নাকাটি করতে থাকেন এবং মাঝে মাঝে সংজ্ঞা হারিয়ে ফেলতে থাকেন। ঘটনাটির কথা জানতে পেরে স্থানীয় ডিওয়াইএফআই কর্মী তেহেরান হোসেন এবং আরিফ মহাম্মদ খান ওই মহিলাটির কাছে পৌঁছায় এবং মহিলাটির কাছ থেকে বিস্তারিত শুনে মহিলাটিকে কাঁথি থানা নিয়ে যান।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Jewelry theft
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore