পত্রিকা প্রতিনিধি : মারন ভাইরাস করোনার দুঃসময়ে বাঙালির জামাইষষ্ঠীতে জামাই দের প্রবেশ নিষেধ ।ঠিক এমন ঘটনাই ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী ব্লকের ৬ নম্বর অঞ্চলের ডাডরা গ্রামে ।বুধবার ঢ্যাড়া পিটিয়ে প্রচার করা হয়, এই পরিস্থিতিতে গ্রামের কোন বাড়িতে যেন জামাইষষ্ঠী পালন না করা হয় । বাইরে থেকে কোন জামাই যাতে গ্রামে না আসতে পারেন ও গ্রামের কেউ যাতে বাইরে না বের হোন,এই সতর্কবার্তা প্রচার করা হয় গ্রামবাসীদের পক্ষ থেকে ।দীর্ঘদিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে করোনা আক্রান্ত সংখ্যা বাড়ার ফলে আতঙ্ক বাড়ছে মানুষের মনে । ভিন রাজ্য ও জেলাগুলি থেকে আসা পরিযায়ী শ্রমিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না ।প্রাথমিকভাবে তাদেরকে রাখা হচ্ছে গ্রাম থেকে দূরে কোন স্কুল বা কোয়ারেন্টাইন সেন্টারে। বিগত দিনগুলিতে কোভিড আক্রান্তকারীদের মধ্যে বেশির ভাগই পরিযায়ী শ্রমিক। তাই কোন রকম ঝুঁকি না নিয়ে ডাডরা গ্রামের অধিবাসীরা কাউকে গ্রামে প্রবেশ করতে দেবেন না বলে মনস্থির করেন। এই জন্য জামাইষষ্ঠীর দিন গ্রামে ঢোকা জামাইদের নিষেধ নিষেধ ।
জামাইষষ্ঠীতে ডাডরা গ্রামে জামাইদের প্রবেশ নিষেধ
You Might Also Like
Biplabi Sabyasachi
- Advertisement -