7336 applications in Ghatal sub-division on the first day of Duare Sarkar, ‘I Love Duare Sarkar’ selfie zone attracted special attention
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ষষ্ঠ দফার দুয়ারে সরকারের প্রথম দিনে ৭৩৩৬ টি আবেদন জমা পড়লো ঘাটাল মহকুমায়। ক্যাম্পে বিশেষ নজর কাড়লো ‘আই লাভ দুয়ারে সরকার’ সেলফি পয়েন্ট। গতকাল শনিবার থেকে শুরু হয়েছে ষষ্ঠ দফার দুয়ারে সরকার ক্যাম্প। ঘাটাল মহকুমার ৫ টি ব্লক এবং ৫ টি পুরসভা এলাকায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
সন্ধ্যা ৬টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী,ঘাটাল মহকুমার মধ্যে ঘাটাল ব্লকে আবেদনের সংখ্যা ১৭৮৯, দাসপুর-১ ব্লকে আবেদন জমা হয়েছে ১৬২৪, দাসপুর -২ ব্লকে ১১৩০, চন্দ্রকোনা ১ ব্লকে ৫৫৮, চন্দ্রকোনা – ২ ব্লকে ৯৪৪, ঘাটাল পুরসভায় ১৮৯, খড়ার পুরসভায় ১৫০, ক্ষীরপাই পুরসভায় ২৩৬, চন্দ্রকোনা পুরসভায় ৪৫৫, এবং রামজীবনপুর পুরসভায় ২৬১ টি আবেদন জমা পড়েছে।
Duare Sarkar
তার মধ্যে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন জমা করে সুবিধা পাননি এমন আবেদনকারীও রয়েছেন বেশ কিছু। মহকুমার বেশ কিছু গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। ঘাটাল মহকুমার বেশ কিছু ক্যাম্পে এবার নজর কেড়েছে ‘আই লাভ দুয়ারে সরকার’ সেলফি পয়েন্ট। দুয়ারে সরকার ক্যাম্পে আবদন জমা করতে এসে সেই সেলফি পয়েন্টে ছবি তুললেন অনেকেই।
উপভোক্তাদের সাথে সেলফি পয়েন্টে ছবি তুললেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস। আগামী ১০ তারিখ পর্যন্ত প্রত্যেক এলাকায় দফায় দফায় এই ক্যাম্প হবে বলে জানা গেছে। প্রসঙ্গত, ষষ্ঠ দফার প্রথম দিনে আগের বারের থেকে ক্যাম্পে ভিড় ছিল অনেকটাই কম। প্রশাসনিক মহলের মতে, পরের ক্যাম্পগুলিতে বেশি মানুষের ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন : কলাইকুন্ডা ও মানিকপাড়ায় তাণ্ডব চালানো হাতির পাল ঘিরে আতঙ্ক মেদিনীপুর সদরে, হুলা টিমকে ঘিরে বিক্ষোভ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Duare Sarkar
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper