101
পত্রিকা প্রতিনিধি: হলদিয়া শিল্পশহর হলদিয়া পঞ্চায়েত সমিতি অন্তর্গত বালুঘাটা বাঁশ খানা গ্রামে একটি ইটভাটায় বিহার থেকে প্রায় একশো কুড়ি জন শ্রমিক ইটভাটায় কাজ করতে এসেছিল। কিন্তু ২র শে মার্চ থেকে লকডাউন হওয়ার জন্য তারা বাড়ি ফিরতে পারেনি। প্রশাসনিক ভাবে আবেদন করেও কাজ হলো না শেষ পর্যন্ত মানবিক মন্ত্রী শুভেন্দু অধিকারী সহযোগিতায় ইটভাটার মালিকের উদ্যোগে তিনখানা বাসে করে প্রায় পরিবারসহ ৩০০ জন পরিযায়ী শ্রমিক কে বাড়ি পাঠালো জেলা প্রশাসনের উদ্যোগে। বাসে উঠার আগেই সানরাইজ ও মাক্স হাতে তুলে দিল এন সিএম ইট ভাটার মালিক। পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে পেরে তারা খুশি বলে জানালেন