Home » Paschim Medinipur : বন সহায়কের ১০০ পদে পশ্চিম মেদিনীপুরে আবেদন ২৫ হাজার, রয়েছেন বি টেক, এমএ, এমএসসি ডিগ্রিধারীরা

Paschim Medinipur : বন সহায়কের ১০০ পদে পশ্চিম মেদিনীপুরে আবেদন ২৫ হাজার, রয়েছেন বি টেক, এমএ, এমএসসি ডিগ্রিধারীরা

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : সত্তরের দশকের বিখ্যাত সিনেমা ‘জনঅরণ্য’ তুলে ধরেছিল স্বাধীন ভারতে বেকারত্বের ভয়াবহ সমস্যা। পঞ্চাশ বছর পরে আজও এই রাজ্য সহ সারা দেশ জুড়ে বেকার সমস্যার ভয়াবহ চিত্র সামনে আসছে। প্রতিটি পদে চাকরির জন্য লাখ-লাখ আবেদনপত্র জমা পড়ে। সম্প্রতি পশ্চিমবঙ্গে বন-সহায়ক পদে আবেদনপত্র জমা পড়েছে লক্ষাধিক। তাতে আবেদন করেছেন স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, এম টেক, বি টেক-এর মতো উচ্চশিক্ষিতরাও।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Paschim Medinipur
নিজস্ব চিত্র

উচ্চ আদালতের নির্দেশে দু’মাসের মধ্যে রাজ্য জুড়ে ২০০০ বন সহায়ক পদে নিয়োগ হবে। এর মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলাতে ১০০ জন। তাতে বেশিরভাগ আবেদন উচ্চ শিক্ষিতদের। রয়েছেন বি টেক, এমএ, এমএসসি-রা। গত সোমবার শেষ হয়েছে আবেদন জমা নেওয়া। তারপরই শুরু হয়েছে স্ক্রুটনি। বন দফতর সূত্রে জানা গিয়েছে, তাতে অধিকাংশ উচ্চ শিক্ষিতরা আবেদন করেছেন। হাতি তাড়ানো, সাপ ধরা, জঙ্গল পাহারা, বন্যপ্রাণ শিকার রোধ সহ প্রায় চব্বিশ ঘন্টায় বনকর্মীদের সহযোগিতা করার জন্য চুক্তিভিত্তিক বন সহায়ক নিয়োগ করা হচ্ছে।

Paschim Medinipur

চাকরির অকাল বাজারে ১০ হাজার টাকা মাসিক বেতনেই হামলে পড়ছেন উচ্চ শিক্ষিতরা। এমনই কয়েকজন বলেন, “এখন চাকরির তেমন কোনও পরীক্ষা হচ্ছে না। তাই, চুক্তিভিত্তিক হলেও বন সহায়ক পদে চাকরির জন্য আবেদন করছি। নির্দিষ্ট চাকরির জন্য বসে থাকলে হবে না। সে জন্য সবাই বন সহায়কেও ঝাঁপিয়ে পড়েছে।” বন দফতর সূত্রে জানা গিয়েছে, ১০০ টি পদে প্রায় ২৫ হাজার আবেদন জমা পড়েছে। তাতে বি টেক, এমএ, এমএসসি ডিগ্রিধারীরাও আবেদন করেছেন।

আরও পড়ুন : রেলবাজেটে ঘোষণা হলেও রেলপথ হয়নি, ঘাটালে রেলপথের দাবিতে এবার সোশ্যাল মিডিয়ায় ঝড়

গতবারে ৫০ হাজার আবেদন জমা পড়েছিল। যুব সংগঠন এআইডিওয়াইও-র পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অনিন্দিতা জানা বলেন, “এঁরা পড়াশোনা করেছিলেন চাকরি করে পরিবারের দায়িত্ব বহন করবেন বলে, জীবনটাকে একটু ভালো ভাবে কাটাবেন এই আশায়। কিন্তু বেকারত্ব তাঁদের সে স্বপ্ন পূরণ হতে দিল না। সরকারি ভাবে নিয়োগ প্রক্রিয়া বহুদিন বন্ধ, কাজ নেই। বাধ্য হয়ে তাদের আজ দশ হাজার টাকায় ২৪ ঘন্টা অন ডিউটির কাজকে বেছে নিতে হচ্ছে।

অনেকে চাকরি না পেয়ে বা যোগ্যতা অনুযায়ী কাজ না পেয়ে আত্মহত্যার পথও বেছে নিচ্ছে এবং সেই সংখ্যা বাড়ছে প্রতি বছর।” যদিও তৃণমূলের যুব সভাপতি সন্দীপ সিংহ বলেন, “মুখ্যমন্ত্রী এক লক্ষ পঁচিশ হাজার চাকরির নিয়োগ হবে বলে ঘোষণা করেছেন। রাজ্যে তবুও অনেক ক্ষেত্রে নিয়োগ হচ্ছে। কিন্তু সবচেয়ে বেশি রেলে নিয়োগ হত, সেখানে চাকরি সঙ্কুচিত করে কেন্দ্র সরকার ১০ হাজার টাকার বিনিময়ে কন্ট্রাকচুয়ালে নিয়োগ করছে।”

আরও পড়ুন : শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে মুখ্যমন্ত্রী, করলেন দুই আদিবাসী কন্যার নামকরণ

আরও পড়ুন : “আদিবাসী-কুড়মিদের মধ্যে লড়াই লাগাতে চাইছে বিজেপি”, শালবনীতে তোপ মমতার, ঝাড়গ্রামে কনভয়ে হামলায় আটক কুড়মি নেতা

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Paschim Medinipur

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.