suspend
আরও পড়ুন ঃ-দৈনিক সংক্রমণের পাশাপাশি বাড়ছে করোনায় সুস্থতার হার, দুই মেদিনীপুরে একদিনে আক্রান্ত ১৭৫০ , সুস্থ ১৫২৪
পত্রিকা প্রতিনিধিঃ পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর রেল স্টেশনে গত ১৬ ই মে ভিন রাজ্য থেকে আগত পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে তোলা আদায়ের অভিযোগে ১ জন জিআরপি কনস্টেবলকে সাসপেন্ড ও ৫ জন সিভিক ভলেন্টিয়ারকে বহিষ্কার করল রেল পুলিশ।
প্রসঙ্গত , গত ১৫ ই মে থেকে রাজ্য সরকার লকডাউন ঘোষণা করার পর ১৬ ই মে সকালে দূরপাল্লার ট্রেন খড়গপুর স্টেশনে পৌছলে ট্রেনযাত্রীরা কিভাবে বাড়ি পৌঁছেবেন সে ব্যাপারে তাদের মাথায় হাত পড়েছে। সঠিক পরিমাণে যানবাহন না থাকার কারণে তারা ভেবে উঠতে পারছে না কিভাবে বাড়ি পৌছাবেন। কিছু ট্রেন যাত্রী খড়গপুরে স্টেশনে বসে আছেন তো কেও সেন্ট্রাল বাস স্ট্যান্ডে গাড়ির অপেক্ষায় বসে আছেন। গাড়ি না পাওয়ায় ভোগান্তির মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। খড়গপুর স্টেশনে ট্রেন পৌঁছলে ট্রেন যাত্রীদের কাছে জিআরপির সিভিক ভলেন্টিয়ার জোর করে তোলা নিচ্ছে বলে অভিযোগ ট্রেনযাত্রীদের। আর এই ঘটনার পর রেল কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমের কাছে ঘটনা সম্বন্ধে বিস্তারিত জেনে অভিযুক্তদের চিহ্নিত করতে স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নেমে ১ জন জিআরপি কনস্টেবলকে সাসপেন্ড ও ৫ জন সিভিক ভলেন্টিয়ারকে বহিষ্কার করে বলে জানা যাচ্ছে। তবে রেল পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রেলযাত্রীরা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
suspend
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore