পত্রিকা প্রতিনিধি: লকডাউনের জেরে বাড়ির বাইরে কাজ নেই। তাই পেশা বদল করে অনেকেই বাবুই দড়ি তৈরির কাজে হাত লাগাচ্ছেন। করোনা ভাইরাস মোকাবিলার জন্য সরকারি নির্দেশিকার পরে দেশজুড়ে চলছে লকডাউন। স্তব্ধ যোগাযোগ ব্যবস্থা,বহু মানুষ কাজ হারিয়ে গৃহবন্দী। সরকারি নির্দেশিকায় দেশের সাধারন মানুষদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দেশকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে। জঙ্গলমহলের বেশিরভাগ মানুষ খেটে খাওয়া মানুষ। করোনা ভাইরাসের জেরে বর্তমানে তারা গৃহবন্দি অবস্থায় রয়েছেন। গৃহবন্দী থাকার দরুন সেইসব গরীব ও দুঃস্থ মানুষদের খাবারের সংকট দেখা দিচ্ছে। দুবেলা ঠিকঠাক খাবার জুটছে না তাদের। এবার সেই সব গরীব, দুঃস্থ পরিবারের পুরুষ ও মহিলারা সংসারের হাল ধরতে বাবুই ঘাস দিয়ে বাবুই দড়ি তৈরি করতে শুরু করেছেন। বুধবার এমনই চিত্র দেখা গেল নয়াগ্রাম ব্লকের পাতিনা, চামারবাঁধ, দেউলবাড়(রামেশ্বর) সহ বেশ কিছু এলাকায়। এলাকার মানুষের বক্তব্য, লকডাউনে বহু মানুষ কাজ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। এমনকি করোনা আতঙ্কের জেরে বহু মানুষ কাজ হারিয়েছেন। ফলে সংসারের হাল ধরতে অনেকেই পেশা বেছে নিয়েছেন বাবাই দড়ি তৈরির কাজে। বর্তমানে বাবুই দড়ির চাহিদা ও ব্যাপক রয়েছে। বাজার দাম ও ভালো। লকডাউনে কাজ হারানো মানুষগুলো অনেকেই বাবুই দড়ি তৈরির পেশায় যুক্ত হয়েছেন।
কাজ হারিয়ে বাবুই দঁড়ি তৈরিতে হাত লাগাচ্ছেন জঙ্গলমহলের মানুষ
You Might Also Like
Biplabi Sabyasachi
- Advertisement -