2
পত্রিকা প্রতিনিধি: গোটা রাজ্যের সাথে পাল্লা দিয়ে বাড়ছে জেলায় জেলায় করোনা আক্রান্তের সংখ্যা।কিন্তু স্বস্তির খবর পরিসংখ্যান বলছে বেশিরভাগ করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছে।বুধবার ফের করোনা সংক্রমিত ২১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরল। পূর্ব মেদিনীপুর জেলার করোনা আক্রান্ত হয়েছিল ২১জন রোগী।জানা গিয়েছে,এদিন বিকেলে ২১ জন করোনা রোগীর দুবার রিপোর্ট নেগেটিভ আসার পর পাঁশকুড়া বড়মা করোনা হাসপাতাল থেকে তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়।এদিন হাসপাতাল কর্তৃপক্ষ এই ২১জন করোনা মুক্ত রোগীকে ফুলের স্তবক দিয়ে অভিনন্দন জানানো হয় বড়োমা হাসপাতাস এর তরফে৷তবে এই নিয়ে এই হাসপাতাল থেকে মোট ৬২৫জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।যা জেলার বাসীর কাছে স্বস্তির খবর।