191
পত্রিকা প্রতিনিধি: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে, রবিবার বিকেলে নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানী এলাকা সংলগ্নে। এদিন মোটরবাইকের সঙ্গে সুইপ ডিজার গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারায় এক ব্যক্তি। এই ঘটনায় গুরুতর আহত আরও ১ জন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ওই ব্যক্তির নাম বাপী খান। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার দশগ্রামে। অপরদিকে গুরুতর আহত শেখ দিলদার বর্তমানে মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন। তার বাড়িও পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার দশগ্রামে।