0
পত্রিকা প্রতিনিধি : পশ্চিম মেদিনীপুরের কেশপুর থানার ৮ নম্বর অঞ্চলের জামিরা গ্রামে বৃহস্পতিবার রাত বারোটা নাগাদ সন্তোষ মানার গোয়ালঘরে হঠাৎ আগুন লেগে যায়। গরুর আওয়াজ শুনে বাড়ি থেকে বাইরে বেরিয়ে দেখেন গোয়াল ঘরে আগুন। মারা যায় চারটি গরু। পরিবারের দাবি ব্যক্তিগত কোন শত্রুতার কারণে কেউ গোয়ালঘরে পেট্রোল দিয়ে আগুন লাগাতে পারে। ঘটনাস্থলে উপস্থিত হন কেশপুর থানার পুলিশ। লকডাউনে রুটিরুজি বন্ধ, তারপর এই ক্ষতিতে মাথায় হাত পরিবারের। সকালে ঐ স্থানে ভিড় জমান এলাকাবাসী।