Midnapore
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : নাবালিকা আত্মহত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি মেদিনীপুর শহরের মির্জাবাজার এলাকায়। জানা গিয়েছে, গত ২৭শে ডিসেম্বর নিজের বাড়িতে একাদশ শ্রেণির ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
পুলিশ তদন্ত নেমে রবিবার রাতে শহরের মির্জাবাজার এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার সঙ্গে ওই যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কে কোন কারনে ফাটল ধরে। তারপরই নিজের বাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই নাবালিকা। পরিবার জানিয়েছে, ওই দিন রাত্রে খাওয়ার সময় হলে ডাকাডাকি করলে কোন সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখতে পায় গলায় ফাঁস লাগানো অবস্থায়।
Midnapore
আরও পড়ুন : শালবনীতে হাতির হানায় জখম এক ব্যক্তি, ভর্তি মেদিনীপুর হাসপাতালে
আরও পড়ুন : আবাসিক হাতির তাণ্ডবে নাজেহাল বন দফতর! খাবারের খোঁজে মেদিনীপুর ও শালবনীতে ভাঙলো বাড়ি
খবর যায় কোতোয়ালী থানায়। পুলিশ উদ্ধার করে মেদিনীপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরই ওই নাবালিকার ফোন ঘেঁটে একাধিক কল রেকর্ড ও মেসেজ দেখতে পান পরিবারের লোকজন। তাতে দুজনের মনোমালিন্যের তথ্য পান। পরিবারের অভিযোগ, ওই যুবকই আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে। এফআইআর-এ ব্ল্যাকমেলিং, আত্মহত্যায় প্ররোচনা, শ্লীলতাহানী প্রভৃতি অভিযোগ করেন।
আরও পড়ুন : তৃণমূলের কার্যালয়ে যাতায়াতের রাস্তাকে কেন্দ্র করে উত্তেজনা মেদিনীপুর সদরে
আরও পড়ুন : গোপগড় পার্ক থেকে তখনও ফেরত যাচ্ছেন পর্যটকরা, প্রধান গেট ভেঙে ভিতরে প্রবেশ দাঁতাল হাতির, হুলস্থূল কান্ড
ওই যুবক গ্রেফতার না হওয়ায় রবিবার কোতোয়ালী থানার সামনে বিক্ষোভ দেখান এলাকাবাসী। ওইদিনই রাতে যুবককে গ্রেফতার করে কোতোয়ালী থানার পুলিশ। সোমবার আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper