Home » ফুঁসছে দিঘা ! রাত ৯ টায় হতে পারে আবারও তান্ডব , প্রবল ক্ষতিগ্রস্থ পূর্ব মেদিনীপুর

ফুঁসছে দিঘা ! রাত ৯ টায় হতে পারে আবারও তান্ডব , প্রবল ক্ষতিগ্রস্থ পূর্ব মেদিনীপুর

by Biplabi Sabyasachi
0 comments

Digha news

আরও পড়ুন ঃ-কপ্টারে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ! ২৯ মে দিঘায় আসছেন মুখ্যমন্ত্রী

পত্রিকা প্রতিনিধিঃ একদিকে ধামরায় ল্যান্ডফল হয়েছে সাইক্লোন ‘যশ’ এর (yass) , অন্য দিকে প্লাবিত হয়েছে  দীঘা, শঙ্করপুর, তাজপুর, মান্দারবনি, শৌলা, বগুড়ানজলপাই, জুনপুট, বাকীপুট, দারিয়াপুর, কালিনগর,  পেটুয়া, দহসোনামুই, রসুলপুর, নিজকশবা, হিজলী, পাঁচুড়িয়া, খেজুরী, ভাঙ্গাবেড়া, কেন্দেমারী ও হলদিয়া ।

তবে কার্যত বানভাসী গোটা পূর্ব মেদিনীপুরই। এমনই অবস্থা জল ভেঙে ত্রাণশিবিরে যাওয়াটাই চ‍্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে  বাসিন্দাদের পক্ষে। পরিস্থিতি ক্রমশ ভয়ানক হয়ে উঠতে শুরু করেছে। এই পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে এই প্রবল ঘূর্ণিঝড় নিয়ে দুশ্চিন্তা কমেছে ঠিকই, কিন্তু রয়েই গিয়েছিল বন্যার আশঙ্কা।

বাস্তবে তা ফলতেও শুরু করেছে। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে ওড়িশা উপকূলে। ‘‌যশ’‌ ল্যান্ডফল না হলেও বাংলায় উপকূলবর্তী এলাকায় সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাসের জেরে ভেঙেছে একাধিক নদী বাঁধ। হু হু করে জল ঢুকছে সমুদ্র তীরবর্তী এলাকা গুলিতে। উত্তাল সাগর। ঘূর্ণিঝড় ‘‌ইয়াস’‌-‌এর প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা।ঘরবাড়ি ভেসে যাচ্ছে। বন্যার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন পূর্ব মেদিনীপুরে মোট ৫১টি নদীবাঁধ ভেঙেছে। প্লাবিত ৭০ কিলোমিটার এলাকা।তবে ইতিমধ্যে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে মাছ,বাদাম চাষ পানবরোজ,গবাদিপশু,নার্সারিও।

তবে এখনও বিপদ  কাটেনি! আরও এক দফায় প্রকৃতির তাণ্ডব চলতে পারে! রাত নটা নাগাদ ফের জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা থাকছে। রাত ৯টায় আবার ভরা কোটাল রয়েছে। সেই সময় আরও এক দফায় জলোচ্ছাস হতে পারে। একদিকে আজ পূর্ণিমা। তার উপর চন্দ্রগ্রহণ। দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ শুরু হওয়ার কথা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা ২৩ মিনিট পর্যন্ত। চলতি বছর এটিই প্রথম ও শেষ ‘ব্লাড মুন’ হবে। তবে এর পর রাতের দিকে নতুন করে জল বাড়লে পরিস্থিতি যে কী হবে তা ভেবেই আঁতকে উঠছেন অনেকে।

সাংবাদিক বৈঠকে এসে সাবধান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘যশ’ আছড়ে পড়ার আগে ১৫ লক্ষ মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে আসায় বাঁচানো গিয়েছে। তাই আগামী দুদিনও সতর্ক থাকার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও যাঁদের বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এবং মাছ ধরতে গিয়ে মৃত্যু হয়েছে তাঁদের পরিবারকে সাহায্য করবে রাজ্য। এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Digha news

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.