Y category security
আরও পড়ুন ঃ–এবার মেদিনীপুরে প্রবেশ করল বুনো হাতি, শহর জুড়ে আতঙ্ক
পত্রিকা প্রতিনিধি: বঙ্গে নির্বাচন ঘোষণার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এর নির্দেশে ওয়াই ” Y ” ক্যাটাগরির নিরাপত্তা পেলেন শুভেন্দু অনুগামী তথা মেদিনীপুর পুরসভার প্রাক্তণ চেয়ারম্যান প্রণব বসু, রমাপ্রসাদ গিরি ও স্নেহাশীষ ভৌমিক । এছাড়াও কাবেরী চ্যাটার্জী ও তপন দাশগুপ্ত প্রত্যেকেই ২ জন করে নিরাপত্তারক্ষী দেওয়া হয় বলে জানা যাচ্ছে।
বিশেষ সূত্রের খবর, গত শুক্রবার সন্ধ্যায় ” Y ” ক্যাটাগরির নিরাপত্তা পেলেন সদ্য বিজেপিতে আসা তিন শুভেন্দু অনুগামী। প্রসঙ্গত, গত ১৯ ডিসেম্বর অমিত শাহের হাত ধরেই বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী সহ রমাপ্রসাদ গিরি, প্রণব বসু , স্নেহাশীষ ভৌমিক সহ, অমূল্য মাইতি সহ বহু শুভেন্দু অনুগামী। অবশেষে শুক্রবার সন্ধ্যায় তাঁদের বাড়ির নিরাপত্তায় দেখা গেল জওয়ানদের। বিশেষ সূত্রের খবর বিজেপিতে যোগ দেওয়ার পরেই তাঁদের উপর হামলা হতে পারে, সেই জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের এই পদক্ষেপ।
উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর ৯ জন বিধায়ক ও এক প্রাক্তন মন্ত্রী বিজেপিতে যোগ দিয়েছিলেন। ওইদিন শুভেন্দুর সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজ্যের আরও কয়েকজন বিধায়ক। সেইসঙ্গে এদিন আলিপুরদুয়ারের প্রাক্তন তৃণমূল সাংসদ দশরথ তিরকে, হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডলও বিজেপিতে যোগ দিয়েছিলেন ।
শুভেন্দুর বিজেপিতে যোগ দেওয়ার ঠিক একদিন আগেই গত ১৮ ডিসেম্বর বুলেট প্রুফ গাড়ি ও ” Z ” ক্যাটাগরির নিরাপত্তা ঘোষণা করছিল স্বরাষ্ট্র মন্ত্রক। উল্লেখ্য, বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডার গাড়িতে হামলার ঘটনার পরই বুলেটপ্রুফ গাড়ি পেয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি-র পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। সুতরাং বলাই যায় গেরুয়া নেতৃত্ব ও তাঁদের ঘনিষ্টদের নিরাপত্তার দিকটি স্বরাষ্ট্রমন্ত্রকের।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Y category security
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore