Woman dies in Medinipur after getting electrocuted
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। বিদ্যুৎ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের ঘিরে চলে বিক্ষোভ। ঘটনাটি বুধবার সকালে মেদিনীপুর সদর ব্লকের মাদারপুর এলাকায়। ওই মহিলার নাম অনু চক্রবর্তী (40)। স্থানীয়রা জানান, বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল বাড়ির সামনে। সেই তারের সংস্পর্শে এসে মৃত্যু হয় মহিলার। তারপর থেকেই বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরের কাঁথিতে পুরপ্রধান সুবল, তাম্রলিপ্তে দীপেন্দ্র ও এগরায় স্বপন
আরও পড়ুন:- ঘোষিত হল পশ্চিম মেদিনীপুর জেলার সাত পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাড়ুয়া সাব সেন্টারের বিদ্যুৎ দফতরের কর্মীরা। তাদের ঘিরে চলে তুমুল বিক্ষোভ। বাসিন্দাদের অভিযোগ, বিদ্যুৎ দপ্তরে জানালেও তারা কোনো ভূমিকা নেন না তার ঠিক করার জন্য। এমনকি ফোন করে ডাকলেও পাঁচ ঘণ্টা পর উপস্থিত হয়। বিদ্যুৎ দফতরের গাফিলতিতেই এই মর্মান্তিক মৃত্যু বলেই দাবি স্থানীয়দের। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিদ্যুৎ দপ্তর। বিষয়টি খতিয়ে দেখবেন বলেও আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন:- চোর সন্দেহে মেদিনীপুরে পিটিয়ে খুন যুবককে, আটক ৪
একাধিক আধিকারিক জানান, আমাদের ফোন করলে আমরা দ্রুত সেখানে পৌছে তার মেরামত করে দিই। এদিন ফোন যায়নি তাই সমস্যা হয়েছে। অন্যদিকে ঘটনাটি জেলা শাসককে লিখিতভাবে জানানোর কথা জানালেন মেদিনীপুর সদর ব্লক তৃণমূল সভাপতি মুকুল সামন্ত। তিনি বলেন, বিদ্যুৎ দপ্তরের গাফিলতির জন্যই এই ঘটনা ঘটেছে। শুধু এই এলাকা নয়, সমস্ত এলাকায় বিদ্যুৎ দপ্তরের গাফিলতি রয়েছে বলে অভিযোগ করেন মুকুল সামন্ত।
Electrocuted
আরও পড়ুন:- তমলুকে লরি ভর্তি ভোজ্যতেলের গাড়ি চুরির ঘটনায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Electrocuted
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore