Christmas fair is not happening
আরও পড়ুন ঃ-জেড ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে বিধানসভায় রওনা দিলেন শুভেন্দু
পত্রিকা প্রতিনিধিঃ করোনার আবহে বন্ধ থাকছে সরকারি উৎসবও । করোনা অতিমারীর কথা চিন্তা করে এ বছর শহরের চার্চ স্কুলের মাঠে বড়দিনের সময় সপ্তাহ ব্যাপী মেলা হচ্ছে না। চার্চ কর্তৃপক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে । ২৫ ডিসেম্বর থেকে চার্চের মাঠে বিশাল মেলা হয়ে থাকে । শহরের সব থেকে বড় মেলা বলতে চার্চের মেলায় ছিল । জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ মেলায় সমবেত হতেন । ভিড় হত প্রচুর । শীতের মরসুমে শহর জুড়ে আয়োজিত নানা উৎসব, অনুষ্ঠানে বাধ সেধেছে করোনা ।
২৫ ডিসেম্বর সন্ধ্যায় মেলা মাঠের পাশে আতশবাজি প্রদর্শন করা হত। করোনার কারণে এবার আতশবাজি পোড়ানো হবে না । হলে চার্চ কর্তৃপক্ষ জানিয়েছিলেন। তবে বড়দিন উপলক্ষে চার্চের বাকি সব নিয়মকানুন অপরিবর্তিত থাকব । চার্চের উপাসনাগৃহে সোমবার থেকে কাজ শুরু হয়েছে। চার্চের সামনে তৈরি হচ্ছে প্যান্ডেল। সেখানে দর্শনার্থীরা স্বাস্থ্যবিধি মেনে চার্চ দেখতে পাবেন । রঙিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে গোটা চার্চটি।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Christmas fair is not happening
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore