Home » Midnapore Municipality : মেদিনীপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল প্রার্থী এবার কারা, বিভিন্ন নাম নিয়ে বাজার গরম সোশ্যাল মিডিয়ায়

Midnapore Municipality : মেদিনীপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল প্রার্থী এবার কারা, বিভিন্ন নাম নিয়ে বাজার গরম সোশ্যাল মিডিয়ায়

by Biplabi Sabyasachi
0 comments

Who are the Trinamool candidates in different wards of Midnapore Municipality this time, the market is hot on social media with different names.

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : দোরগোড়ায় পুরসভা ভোট আর এক দুদিনের মধ্যেই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে বিভিন্ন দল প্রার্থী তালিকাও ঘোষণা করবে তাই প্রার্থী তালিকা নিয়েই শহরজুড়ে জল্পনা তুঙ্গে। কোন ওয়ার্ডে কোন দলের কে প্রার্থী হতে পারেন সেই নিয়ে জোর আলোচনা চলছে চা দোকান চকে রকে বাজারে শাসকদল তৃণমূলের প্রার্থী নিয়ে জল্পনা বেশি শাসকেরা টিকিট পেতে এখন মরিয়া অনেকেই।

আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরের খেজুরি বোমা বিস্ফোরণ কাণ্ডের তদন্তে এল NIA

Midnapore Municipality
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- ফের সাফল্য খড়্গপুর শহর পুলিশের! চুরি যাওয়া সোনার অলঙ্কার উদ্ধার, ধৃত ২

শহরে দু তিনটি ওয়ার্ড বাদ দিলে বাকি সব ওয়ার্ডে প্রার্থী হওয়ার জন্য ৩-৪জন করে নাম উঠে আসছে হোয়াটসঅ্যাপ – ফেসবুকের মেসেঞ্জারে। তৃণমূলের ৪- ৫ টি করে তালিকা ভাইরাল হয়েছে। প্রতিটি তালিকায় দু তিনটি ওয়ার্ড বাদ দিলে বাকি সব ওয়ার্ড একাধিক ব্যক্তির নাম দেখা যাচ্ছে । যদিও তালিকার সত্যাসত্য নিয়ে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেছেন সমস্ত পুরসভায় তৃণমূলের প্রার্থী ঠিক করবেন রাজ্য নেতৃত্ব ।

Midnapore Municipality

আরও পড়ুন:- প্রার্থী ঘোষণার আগেই খড়্গপুর পুরসভায় তৃণমূলের দেওয়াল লিখন

Advertisement

আরও পড়ুন:- ল‍ালগড়ে ল্যান্ডমাইন রেখে নাশকতার চেষ্টা, অভিযু্ক্ত গ্রেফতার

সেই তালিকা ভাইরাল হওয়া সম্ভব নয়। তবে অনেকে অবশ্য মনে করছেন কেউ কেউ নিজের মনগড়া তালিকা করে প্রকাশ করছেন কিছু সুবিধা পাওয়ার জন্য বা বাজার গরম করার জন্য । বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শাসকদলের ভাইরাল হওয়া প্রার্থী তালিকায় শহরের ১ নম্বর ওয়ার্ডে প্রার্থীর নাম রয়েছে প্রাক্তন কাউন্সিলর অনিমা সাহার নাম। চার পাঁচটি তালিকা সব কটিতেই তাঁর একার নামই রয়েছে। ২ নম্বর ওয়ার্ডে প্রার্থী হিসেবে নাম রয়েছে মিতালী ব্যানার্জি, মান্তু আহমেদ, সঙ্গীতা মাল,অর্পণ মাইতি, সৌমিলি মাইতির।

আরও পড়ুন:- পুরভোটে ‘ঘরের ছেলে’ আর ‘অভিভাবক’-এর লড়াই মেদিনীপুর শহরে

Advertisement

আরও পড়ুন:- রাজ্য সরকারের ‘দুয়ারে মদ’ প্রকল্পের প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে বিক্ষোভ


৩ নম্বর ওয়ার্ড- বরুণ হাঁসদা, প্রতাপ মুর্ম্মু, কৃষ্ণা মহাপাত্র (কিষ্কু), চন্দ্র হাঁসদা
৪ নম্বর ওয়ার্ড- নিরুপমা কোনার, টুম্পা বিশ্বাস
৫ নম্বর ওয়ার্ড- প্রাক্তন কাউন্সিলর মৌ রায়, আরিফ আহমেদ, বানীব্রত সিংহ, সঙ্গীতা ভট্টাচার্য, বরুণ‍া মহাপাত্র, ডা: বি.বি.মন্ডল
৬ নম্বর ওয়ার্ড- ডা: গোলক মাজি, সৌমেন ঘোষ, আবীর আগরওয়াল।
৭ নম্বর ওয়ার্ড- মেরী দোলই, সীমা ভকত, গার্গী মিদ্যা ঘোষ।
৮ নম্বর ওয়ার্ড- প্রাক্তন কাউন্সিলর শিপ্রা মন্ডল, ইন্দ্রজিৎ পানিগ্রাহী, শিবু পানিগ্রাহী, প্রসেনজিত চক্রবর্ত্তী।
৯ নম্বর ওয়ার্ড- সৌরভ বসু, শংকর মাঝি, প্রসেনজিত চক্রবর্তী , নারায়ন মাইতি
১০ নম্বর ওয়ার্ড- প্রাক্তন কাউন্সিলর অসিত মহাপাত্রের স্ত্রী মলি মহাপাত্র, সুস্মিতা পাল, কল্পনা নাগ।

Midnapore Municipality

আরও পড়ুন:- ৩ ফেব্রুয়ারি থেকে খুলছে স্কুল-কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, পঞ্চম থেকে সপ্তম পর্যন্ত ‘পাড়ায় শিক্ষালয়’
১১ নম্বর ওয়ার্ড: কুমার দীপ খান, প্রদীপ বেহেরা, লিপি বিষয়ী, গৌরী সাহু
১২ নম্বর ওয়ার্ড: প্রাক্তন কাউন্সিলর টোটোন সাসপিল্লি, সৌরভ রাউত’ সুকুমার পড়িয়া, বিনীত আগারওয়াল ।
১৩ নম্বর ওয়ার্ড: ডা: এরশাদ আলি, মোজাম্মেল হোসেন, শরিফ মোল্লা, সেক হাফিজুল রহমান।
১৪ নম্বর ওয়ার্ড: সংঘমিত্রা পাল, অর্পিতানায়েক।
১৫ নম্বর ওয়ার্ড: হিমাদ্রী খান, কুমারদীপ খান।
১৬ নম্বর ওয়ার্ড: অভিজিত দত্ত, হরিপদ সিং, ড.বিবেকানন্দ চক্রবর্তী , সঞ্চিত সরকার(লাবু), অজয় রঞ্জন সাহুর।
১৭ নম্বর ওয়ার্ড: ইরা ঘোষ, নম্রতা চৌধুরি।
১৮ নম্বর ওয়ার্ড: সৌমেন খান

আরও পড়ুন:- স্কুলে পঠনপাঠন চালুর দাবিতে পশ্চিম মেদিনীপুরে মিছিল শিক্ষক সমিতির


১৯ নম্বর ওয়ার্ড: বিশ্বনাথ পান্ডব, প্রসেনজিত পান্ডব।
২০ নম্বর ওয়ার্ড: প্রতিমা দে, নন্দিতা দে, সুনন্দা খান ,লিপিকা পান্ডব, অঞ্জলি চৌধুরি।
২১ নম্বর ওয়ার্ড: প্রাক্তন বিধায়ক আশিস চক্রবর্তী , গোপাল সাহা, মানস দাস।
২২ নম্বর ওয়ার্ড: রাধারানি বেরা, মৌসুমি হাজরা, বিশ্বজিত দোলুই
২৩ নম্বর ওয়ার্ড: সুজাতা গোস্বামী, সুলেখা রায়, ঐশী রায়
২৪ নম্বর ওয়ার্ড: অভিজিত দত্ত, সুশান্ত ঘোষ, বিশ্বজিত পাত্র, বিশ্বনাথ পান্ডব।
২৫ নম্বর ওয়ার্ড: পূর্নিমা পড়িয়া, চন্দ্রশেখর তেওয়ারি, বুদ্ধ মহাপাত্র।


এভাবেই পঁচিশ টি ওয়ার্ডের প্রার্থী তালিকায় বিভিন্ন নাম ভেসে উঠেছে সোশ্যাল মাধ্যমে তৃণমূলের প্রার্থী হওয়ার জন্য একপ্রকার রেষারেষি শুরু হয়ে গিয়েছে শেষ পর্যন্ত কার ভাগ্যে শিকে ছেঁড়ে সেটাই দেখার । তৃণমূল নেতৃত্ব বলেছেন অনেক প্রার্থী তালিকা বাজারে ঘুরছে। সবগুলোই ভুয়ো ।সমস্ত প্রার্থী ঠিক করে রাজ্য নেতৃত্বে এবং সেটা এক দিনের মধ্যেই।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Midnapore Municipality

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.