EVM machine
আরও পড়ুন ঃ–দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে প্রথম দফার নির্বাচনে প্রায় নির্বিঘ্নেই, ভোটের হার ৮০-৮২ শতাংশ
পত্রিকা প্রতিনিধি: ভোটযন্ত্রে কারচুপির অভিযোগে সরগরম মোহনানন্দ স্কুলের ভোটগ্রহণ কেন্দ্র। শনিবার রাতে ওই বুথে তৃণমূল জনপ্রতিনিধিদের একাংশের অভিযোগ,স্থানীয় বিজেপি নেতারা কেন্দ্রীয় বাহিনীর মদতে ই ভি এম যন্ত্র পরিবর্তনের চেষ্টা করে।এর পরেই চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, শনিবার রাত প্রায় ৭ টা নাগাদ কিছু মহিলা পুলিশ ও ভোটগ্রহণ কর্মীরা কেন্দ্রীয় বাহিনী ছাড়াই ই.ভি.এমের বাক্স হাতে বুথের মধ্যে প্রবেশ করছিলেন। ঠিক সেই সময় বু্থের বাইরে উপস্থিত তৃণমূল জনপ্রতিনিধিরা তাদেরকে এই বিষয় নিয়ে জিজ্ঞাসা করায় সদুউত্তর না পাওয়ায় মোহনানন্দ স্কুলের বাইরেই ভোটগ্রহণ কেন্দ্রকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
তাদের অভিযোগ, কোনোরকম কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ছাড়াই খালি ই.ভি.এমের বাক্স নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে প্রবেশ করা হয় এবং বুথের মধ্যে থাকা ই.ভি.এম পরিবর্তনের চেষ্টা করা হয়। এছাড়া তারা জানান, এই ঘটনার প্রতিবাদ করতে গেলে কেন্দ্রীয় বাহিনী তাদের উপরে লাঠি চার্জ করে।পরে স্থানীয় কোতোয়ালী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তৃণমূল নেতা বিশ্বনাথ পান্ডব জানান, ‘মেদিনীপুর শহরের মোহনানন্দ স্কুলে শনিবার সন্ধ্যা নাগাদ একটি গাড়িতে করে খালি ই.ভি.এম মেশিন আনা হয়। এটা নির্বাচন কমিশন থেকে শুরু করে সি.বি.আই., ই.ডি ও যৌথ বাহিনির যৌথ আঁতাত, তার বিরুদ্ধে মমতা ব্যানার্জীর লড়াই। মুখ্যমন্ত্রীকে যত আঘাত করা হবে , তাদের সৈনিকরাও ঠিক ততটাই শক্তিশালী হবে। এছাড়াও তিনি জানান, যে ই.ভি.এম মেশিন পোলিং এজেন্ট স্বাক্ষর করে সিল করেছেন সেটা আমাদের সামনে মিলিয়ে দেখানো হোক।”এই ঘটনায় বিজেপি নেতৃত্বের কোনো মন্তব্য পাওয়া যায় নি।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
EVM machine
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore