Home » Midnapore : মেদিনীপুরে খুনের আশংকা ২১ নম্বর ওয়ার্ডের প্রার্থী ঝুনু-র, নির‍াপত্ত‍ার আর্জি ডিএম-এর কাছে

Midnapore : মেদিনীপুরে খুনের আশংকা ২১ নম্বর ওয়ার্ডের প্রার্থী ঝুনু-র, নির‍াপত্ত‍ার আর্জি ডিএম-এর কাছে

by Biplabi Sabyasachi
0 comments

Ward No. 21 candidate Jhunu fears for murder in Midnapore, seeks protection from DM

ওয়েব ডেস্ক , বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : নির্দল এবং কংগ্রেস প্রার্থীকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। ঘটনাটি মেদিনীপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডে নির্দল প্রার্থী তনুপ্রকাশ দত্তের অভিযোগ প্রচারে নামলেই শাসকদলের দুষ্কৃতীরা বাধা দিচ্ছে। এমনকি প্রাণে মারারও হুমকি দিচ্ছে। প্রচারের ব্যানার, পোস্টারও ছিঁড়ে ফেলার অভিযোগ তুলছেন তিনি। বিষয়টি নিয়ে জেলা শাসক ও মহকুমা শাসকের দফতরে একটি অভিযোগ পত্র জমা দিয়েছেন তিনি।

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে ভোট প্রচারে এসে কাঁচা বাঁশ ব্যবহারের দাওয়াই দিলেন দিলীপ ঘোষ

Midnapore
ফ‍াইল চিত্র

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে প্রেমিকা নাবালিকা ছাত্রীকে চড় প্রেমিকের ! ভাইরাল হওয়া ভিডিও দেখে দোষীকে গ্রেফতার পুলিশের

Advertisement

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরের সাত পুরসভার নির্বাচন সামাল দিতে ঝাড়গ্রাম জেলা থেকেও নেওয়া হবে পুলিশ

তারপরও কোনো সুরাহা মিলেনি বলে অভিযোগ তাঁর। তিনি বলেন, “বাড়ি থেকে বের হলেই অশ্লীল ভাষায় গালিগালাজ এমনকি হাত-পা ভেঙ্গে মেরে ফেলারও হুমকি দিচ্ছে কয়েকজন। যে কারণে প্রচারে বেরোতে পারছি না।” প্রশাসন কোনো রকম সহযোগিতা করেনি বলেও অভিযোগ। গত পৌরসভা নির্বাচনেও ওই ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তনুপ্রকাশ দত্ত। তিনি বলেন, “সেইসময় আটশো ভোট পেয়েছিলাম। এবারে আরও বেশি পাব। তৃণমূল হেরে যাওয়ার ভয়ে সন্ত্রাস সৃষ্টি করছে।”

Midnapore

আরও পড়ুন:- আনিস মৃত্যুতে ডিএসও-র বিক্ষোভ মেদিনীপুরে

Advertisement

আরও পড়ুন:- মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনায় শালবনীর একটি বিদ্যালয়ে সত্যনারায়ণ পুজো

শুধু নির্দল প্রার্থী নয়, প্রচারে শাসকদলের বাধার অভিযোগ কংগ্রেসের প্রার্থী মহম্মদ সাইফুলেরও। তার অভিযোগ প্রশাসনের অনুমতি নিয়ে সভার স্থানের ঠিক হয়েছে। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে সেখানে মঞ্চ বেঁধে রেখে তারস্বরে মাইক বাজিয়ে চলেছে। পুলিশকে জানালেও কোনরকম ভূমিকা নেয়নি। পুলিশ শাসকদলের অঙ্গুলে হেলনে চলছে বলে অভিযোগ বিরোধীদের। সমস্ত বিষয়টি অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের এক জেলা নেতা বলেন, মানুষজন ওদের পাত্তাই দিচ্ছে না। তাই হেরে যাওয়ার আগে নাটক করছে।

আরও পড়ুন:- ২৫ এ ২৫ এর লক্ষ্যে মেদিনীপুরে তৃণমূলের প্রচারে অভিনেত্রী সায়ন্তিকা

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Midnapore

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.