Home » পশ্চিম মেদিনীপুরের শালবনীতে হাতিকে উত্যক্ত করার ভিডিও ভাইরাল,অভিযুক্তের খোঁজ শুরু করল বন দফতর

পশ্চিম মেদিনীপুরের শালবনীতে হাতিকে উত্যক্ত করার ভিডিও ভাইরাল,অভিযুক্তের খোঁজ শুরু করল বন দফতর

by Biplabi Sabyasachi
0 comments

Elephant news

আরও পড়ুন ঃউচ্চমাধ্যমিকে শিক্ষার্থীরা আশানুরুপ নম্বর না পাওয়ায় মেদিনীপুর শহরের দুই স্কুলে বিক্ষোভ অভিভাবকদের

অরুপ নন্দী: হাতি তার আপন খেয়ালে চলছে জঙ্গলের মাঝে পিচ রাস্তা ধরে। দুলকি চালে চলার সময় কারো ক্ষতি করছে না। অথচ শান্ত মেজাজের এই হাতির লেজ ধরে টেনে, কখনো পেছনে হৈ হৈ চিৎকার করে হাতিকে উত্যক্ত করতে দেখা গেলো। বন দফতর সচেতনতার প্রচার চালালেও হাতিকে উত্যক্ত করার ছবি ফের প্রকাশ্যে। একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে হাতির লেজ ধরতে যাওয়া মাঝবয়সী এক ব্যক্তিকে (ভিডিও-র সত্যতা যাচাই করেনি বিপ্লবী সব্যসাচী ডিজিটাল)। ওই ভিডিও ফেসবুকে লাইভ করেছেন এক যুবক। ঘটনাটি বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) শালবনীর (Salboni)রঞ্জা এলাকায়। ভিডিও প্রকাশ্যে আসতেই তদন্তে নেমেছে বন দফতর। খোঁজ চালাচ্ছেন সাদা গেঞ্জি পরা ওই ব্যক্তির।

ছবি- অরুপ নন্দী

জঙ্গলমহল জুড়ে বেড়েছে হাতির হানায় মৃত্যুর ঘটনা। বেড়েছে বাড়ি ভাঙার পাশাপাশি কৃষি জমির ফসলের ক্ষতিও। মূলত খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশ করে হাতি। সেইসময় অনেকে হাতিকে উত্যক্ত করলে ঘটছে অপ্রীতিকর ঘটনাও। এর আগে পশ্চিম মেদিনীপুরে দেখা গিয়েছে হাতিকে লক্ষ্য করে পাথর ছোঁড়ার ছবিও। এক প্রাক্তন বনকর্মী বলেন, হাতির হানায় ক্ষতির পরিমাণ বৃদ্ধির আর একটি কারণ হাতিকে উত্যক্ত করা। এই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, শান্ত ভাবে নিজের মর্জিতে পিচ রাস্তা দিয়ে হেঁটে চলেছে দাঁতাল। দু-পাশে বহু মানুষ। তার মাঝেই হাতির পেছনে ছুটে গিয়ে লেজ ধরার চেষ্টা করেন এক ব্যক্তি। তাতে বিরক্ত হয়ে হাতিটি ঘুরেও দাঁড়িয়েছে। যেকোনো সময় ঘটতে পারত অপ্রীতিকর ঘটনা। অনেকেই এই ভিডিও দেখে ক্ষোভ প্রকাশ করেন। পিড়াকাটা রেঞ্জের আধিকারিক লক্ষীকান্ত মাহাত মানছেন ঘটনাটি পিড়াকাটা বনাঞ্চলের রঞ্জা এলাকার। তিনি বলেন, ওই ব্যক্তির খোঁজ চালানো হচ্ছে। তাঁর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সচেতনতার প্রচার আরও জোরদার করা হবে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Elephant news

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.