coronavirus, health, covid-19
পত্রিকা প্রতিনিধি: প্রায় চারমাস অতিক্রান্ত করোনার সৌজন্যে।পরিযায়ীর পর এবার প্রথম সারির করোনা যোদ্ধা রা আক্রান্ত হচ্ছেন করোনায়।ব্লক অফিস কে পিছু ছাড়ছে না করোনা।ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের করোনা আক্রান্ত হওয়ার পর এবার করোনায় আক্রান্ত নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। covid-19
করোনা উপসর্গ নিয়ে বেলদা গ্রামীণ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ হলে রিপোর্ট পজিটিভ আসে নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সহ সভাপতির।প্রসঙ্গত নারায়ণগড় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ১৫ ই আগস্ট অ্যান্টিজেন টেস্টে পজিটিভ আসে।বেশ কয়েকদিন হোম আইসোলেশনে থাকার পর ২০ আগস্ট শালবনী করোনা হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার কারণে।অন্যদিকে বেলদা গ্রামীন হাসপাতালেরও একাধিক কর্মী করোনায় আক্রান্ত।সম্প্রতি মৃত্যু হয়েছে একজনের।
অপরদিকে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের প্রত্যক্ষ সংস্পর্শে আসা বেশ কয়েকজন ব্লক অফিসের কর্মীর রিপোর্ট পজিটিভ আসে।তাদের বেশিরভাগই উপসর্গ হীন।তবে নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রত্যক্ষ সংস্পর্শে এলেও উপসর্গ দেখা যায়।প্রায় তিনদিন জ্বর সহ করোনা উপসর্গ থাকায় ২০ আগস্ট বেলদা গ্রামীন হাসপাতালে নমুনা সংগ্রহের পর শনিবার রাতে রিপোর্ট পজিটিভ আসে।যদিও এখন হোম আইসোলেশন এ আছেন সহ সভাপতি।এদিন করোনা পরীক্ষার রিপোর্ট কেশিয়াড়ির বেশ কয়েকজন ও নারায়ণগড় ব্লকের গঙ্গাযমুনা এলাকার এক ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসে বলে স্বাস্থ্য দপ্তর সুত্রে খবর।ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক থেকে সহ সভাপতি কেউই বাদ পড়ছে করোনা তে।যা উদ্বেগ বাড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।
আরও পড়ুন- এগরায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে মৃত ১, আহত ২০ জন
করোনা সংক্রমণের মধ্যে ফের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া বড়োমা করোনা হাসপাতাল থেকে সুস্থ হয়ে রবিবার বাড়ি ফিরলেন ২৩জন করোনা রোগী।তবে দিন কয়েকদিন আগে ১২জন করোনা রোগীকে সুস্থ করে নজির গড়ে এই হাসপাতাল। এবার একসঙ্গে ২৩ জনের সুস্থতার খবরে ফের হাসি ফুটেছে হাসপাতালের রোগী থেকে চিকিৎসকর স্বাস্থ্যকর্মীদের মুখে।তবে হাসপাতালের পক্ষ থেকে আগামী দশ দিন এদের সবাইকে হোম কোয়ারেণ্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।এই বিষয়ে হাসপাতালের এম.ডি আবজল বাবু জানান -“যে হারে করোনা আক্রমণের সংখ্যা বাড়ছে তার সাথেও বড়োমা করোনা হাসপাতাল থেকে প্রতিদিনই সুস্থতার খবর পাওয়া যাচ্ছে।তবে এর দাবীদার হাসপাতালের সাথে যুক্ত প্রতিটি ডাক্তার ও নার্স।ওনাদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।”
আরও পড়ুন- বেলদায় ভেঙে দেওয়া হল বিজেপির পার্টি অফিস
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi