Home » Midnapore Hospital : দু’বছরের শিশুর ডেঙ্গু, RTPCR সহ রক্ত পরীক্ষার তারিখ মিলল কুড়ি দিন পর, মেদিনীপুর হাসপাতালে পরিষেবার চূড়ান্ত অব্যবস্থা

Midnapore Hospital : দু’বছরের শিশুর ডেঙ্গু, RTPCR সহ রক্ত পরীক্ষার তারিখ মিলল কুড়ি দিন পর, মেদিনীপুর হাসপাতালে পরিষেবার চূড়ান্ত অব্যবস্থা

by Biplabi Sabyasachi
0 comments

Midnapore Hospital

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ফের মেদিনীপুর হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশ্ন। এবার দু’বছরের শিশুর ডেঙ্গু, RTPCR সহ রক্ত পরীক্ষার নমুনা সংগ্রহের তারিখ মিলল কুড়ি দিন পর। এর আগেও বিভিন্ন সময় পরিষেবা পেতে হয়রানি হতে হয়েছে রোগীর পরিজনদের। কখনও আবার আড়াই মাস হাসপাতালে ভর্তি থাকার পর অপারেশন না হওয়ায় বাধ্য হয়ে বেসরকারী হাসপাতালে চিকিৎসা করাতে হয়েছে।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Midnapore Hospital
নিজস্ব চিত্র

সম্প্রতি হাসপাতালে সিনিয়র চিকিৎসক না থাকায় উত্তেজনা ছড়ায়। তার মধ্যে এবার ডেঙ্গু, RTPCR পরীক্ষার জন্য রোগীকে অপেক্ষা করতে হবে কুড়ি দিনেরও বেশি। তাও আবার দু’বছরের শিশু। অথচ জেলায় শিশু মৃত্যুর হারও উদ্বেগজনক। সোমবার মেদিনীপুর শহর সংলগ্ন কেরানীচটির ১ বছর ৯ মাসের শিশু সন্তান অঙ্কুশ চালককে নিয়ে তার বাবা ও মা এসেছিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের বহির্বিভাগে। কয়েকদিন ধরে শিশুটির জ্বর ও অন্যান্য উপসর্গ রয়েছে।

Midnapore Hospital

Midnapore Hospital
নিজস্ব চিত্র

আরও পড়ুন : “চলো গ্রামে যাই” কর্মসূচীতে সাইকেলে বিধায়ক, শুনতে হলো এলাকাবাসীর অভাব-অভিযোগ

চিকিৎসক ডেঙ্গু, করোনা সহ রক্তের অন্যান্য পরীক্ষা ও এক্স-রে করতে বলেন। হাসপাতালের রক্ত পরীক্ষা কেন্দ্রে গেলে শিশুটির রক্তের নমুনা সংগ্রহের তারিখ দিয়েছে আগামী ২০ ডিসেম্বর। তাহলে এতদিন কিভাবে চিকিৎসা চলবে? শিশুর বাবা আবির চালক বলেন, “অনেক অনুনয় বিনয় করেও কোনো ফল হয়নি। ডেঙ্গু, RTPCR টেস্টও করায় নি। বহির্বিভাগের টিকিটে যা ওষুধ লিখে দিয়েছেন, তার বেশিরভাগ বাইরে কিনতে হয়েছে।” মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে USG, MRI এর মতো পরীক্ষার তারিখ পেতে মাসের পর মাস লেগে যায় বলে অভিযোগ। এখন রক্তের পরীক্ষা করতেও তারিখ মিলছে প্রায় এক মাস।

আরও পড়ুন : উড়ছে ধুলো, জল দিয়ে মেদিনীপুর শহরের রাস্তা ধোয়া শুরু

আরও পড়ুন : মায়ের কোলে ‘অরণ্য’-কে ফিরিয়ে দেওয়ার দাবিতে মেদিনীপুর সদরে পথ অবরোধ-বিক্ষোভ

হাসপাতালের এক আধিকারিক জানিয়েছেন, “শিশুর ক্ষেত্রের বিষয়টি জানা নেই, খোঁজ নিয়ে দেখছি।’ জেলা সদর হাসপাতালের চূড়ান্ত অব্যবস্থার প্রতিবাদ জানিয়েছে নাগরিক প্রতিরোধ মঞ্চ এবং হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা কমিটি। কমিটির সম্পাদক ডাঃ প্রাণতোষ মাইতি বলেন, “ইতিপূর্বে পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত নানান বিষয়ে দফায় দফায় অধ্যক্ষ ও সুপারের নিকট দাবি জানানো হয়েছে। রক্তের পরীক্ষা করতে যদি একমাস সময় লাগে, তাহলে চিকিৎসা আর হবে কি ? RTPCR টেস্ট একমাস পর হলে করোনা চিকিৎসা হয়? সরকার ও হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা পরিষেবাকে মস্করার জায়গায় নামিয়ে আনছে।”

আরও পড়ুন : ছিনতাইয়ে বাধা দেওয়ায় লরির খালাসিকে গুলি দুস্কৃতিদের, খড়্গপুরের ঘটনায় পুলিশকে তোপ দিলীপ ঘোষের

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Midnapore Hospital

– Biplabi Sabyasachi Largest Bengali

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.