Two days after the murder case, the police arrested the person who was rescued from Irpala’s jute land, arrested – 1
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : গত সোমবার ঘাটালের ইড়পালার একটি পাটজমি থেকে উদ্ধার হয় সঞ্জয় করন (৪৬) নামে এক ব্যক্তির মৃতদেহ। তাঁর বাড়ি ঘটনাস্থলের পার্শ্ববর্তী গ্রাম জয়বাগে। রাতভর নিখোঁজ থাকার পর সকালে তাঁর দেহ মেলে পাটজমিতে। সেদিনই মৃতের দাদা তথা এবারের পঞ্চায়েত ভোটের সিপিএম প্রার্থী সুব্রত করন অভিযোগ তোলেন,তাঁর ভাইকে কেউ বা কারা খুন করেছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে,নিছকই মদের নেশায় এই মৃত্যু নয়। তাঁকে খুন করা হয়েছে। কিন্তু কি উদ্দেশ্যে এই খুন তার মোটিভ বুঝতে তদন্তে নেমে পুলিশ সেই রাতেই ইড়পালার পরেশ মান্না নামে একজনকে গ্রেফতার করে। পুলিশ জানতে পারে,মৃত্যুর আগের দিন মৃত সঞ্জয় করণের সাথে দিনের অধিকাংশ সময় কাটিয়েছে পরেশ। সকালে মৃতদেহ উদ্ধার হলেও তাঁকে খুন করা হয়েছে আগের দিন সন্ধ্যাতেই। সেই সময় সঞ্জয়ের সাথেই মদের আসরে পরেশ ছিল। প্রথমে ধৃত পরেশের বয়ানে নানান অসঙ্গতি পায় পুলিশ।
Murder Case
আরও পড়ুন : ঘাটালের ঝুমি নদীতে হড়কা বান আর পানার চাপে হুড়মুড়িয়ে ভেঙে গেল পর পর ৬ টি সেতু
আরও পড়ুন : অবৈধ কাঠ চেরাই মেশিন তুলে নিয়ে গেল বন দফতর
তার পরেই তাঁকে গ্রেফতার করা হয়। তবে এটা কোনও রাজনৈতিক উদ্দেশ্যে খুন নয় বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। তবে এই খুনের উদ্দেশ্য কি, ধৃত পরেশকে জিজ্ঞাসাবাদ করে তার কুঁড় খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তদন্তে উঠে আসছে একাধিক প্রশ্ন। কেবলই মদের আসরে বচসা থেকে এই খুন, নাকি এর পিছনে রয়েছে কোনও ব্যক্তিগত শত্রুতা বা পারিবারিক বিষয়? এসকল বিষয়গুলিও রয়েছে পুলিশের আতস কাচের আওতায়। তবে অল্প সময়ের মধ্যেই খুনের উদ্দেশ্য স্পষ্ট হয়ে যাবে বলে নিশ্চিত পুলিশ।
আরও পড়ুন : রাজ্য সরকারের প্রায় তিন কোটি টাকা বিশেষ বরাদ্দ পেল ঘাটাল পুরসভা
আরও পড়ুন : কয়েকবছরে অনেকটাই বদলেছে বীরসিংহ! সাড়ে ১১ কোটি টাকার ২০ টি প্রকল্পের শিলান্যাস আগস্ট মাসে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Murder Case
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper