Home » West Midnapore : পশ্চিম মেদিনীপুরে প্রতিবন্ধী মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে

West Midnapore : পশ্চিম মেদিনীপুরে প্রতিবন্ধী মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে

by Biplabi Sabyasachi
0 comments

Trinamool panchayat member attempt to rape a disabled woman in West Midnapore

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ফাঁকা মাঠে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি সোমবার রাত ন’টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের পিংলা থানা এলাকায়। ওই মহিলার পরিবারের দাবি, ধর্ষণের চেষ্টা করে ওই পঞ্চায়েত সদস্য। জানা গিয়েছে, ওই গ্রামে দিদির বাড়িতে বাসন্তী পুজো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন পাশের গ্রামের এক প্রতিবন্ধী মহিলা।

আরও পড়ুন:- বিবাহ বহির্ভূত সম্পর্কের জের! ঝাড়গ্রামের বেলপাহাড়িতে যুবকের রহস্যমৃত্যু

Attempt to Rape
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- ‘কিশোরীকে ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে, মৃত্যুর পর প্রমাণ লোপাটের চেষ্টা’! পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বিক্ষোভ এসইউসিআই-এর

সোমবার রাত ন’টা নাগাদ দিদির বাড়িতে খাওয়া দাওয়ার পরে পরিবারের একজনের সঙ্গে বাসন ধোয়ার জন্য বাড়ির বাইরে বেরিয়ে ছিলেন ওই মহিলা। ওই মহিলার মায়ের অভিযোগ, “আমার মেয়ে আলো ধরে দাঁড়িয়েছিল বাসন ধোয়ার সময়। অন্ধকারে অতর্কিতভাবে স্থানীয় পঞ্চায়েত সদস্য তুলে নিয়ে যায় গ্রামের পাশে মাঠে। তার ওপর অত্যাচার চালায়। ততক্ষণে পরিবারের লোকেরা পুলিশ ও বিভিন্ন জায়গায় জানায়। অনেক পরে মেয়ে নিজেই ফিরে আসে। তার শরীরের বিভিন্ন স্থানে আঁচড় কামড়ের দাগ।

Attempt to Rape

আরও পড়ুন:- ‘মাওবাদী কোটায় চাকরি পেতে শালবনীর জঙ্গলের রাস্তায় রাখা হয় ল্যান্ডমাইন’ !, পশ্চিম মেদিনীপুরের ঘটনায় গ্রেফতার ৩

Advertisement

আরও পড়ুন:- বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বজরংবলীর ৩১ ফুট উঁচু মূর্তি বসল ঝাড়গ্রাম শহরে

রক্তাক্ত পরিস্থিতি। বিষয়টি দেখার পরেই পুলিশ ও স্থানীয় নেতারা গ্রামে বসে মিটিয়ে নেওয়ার জন্য চাপ দেয়। পুলিশ অভিযোগ নিতে চায়নি।” মঙ্গলবার সকাল থেকে বিজেপি এই বিষয়ে হস্তক্ষেপ শুরু করে। অভিযোগকারী মহিলা ও তার পরিবারকে সঙ্গে নিয়ে সরাসরি মেদিনীপুর হাসপাতলে হাজির হয়। প্রাথমিক চিকিৎসা করিয়ে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস হাজির হয় মেদিনীপুর আদালতে। আদালতে সরাসরি অভিযোগ দায়েরের চেষ্টা করেন। তন্ময় দাস বলেন, “পুলিশ অভিযোগ নিতে চাইছে না। উল্টে বিভিন্ন রকম হুমকি দিচ্ছে অভিযোগ থেকে সরে দাঁড়ানোর জন্য।

আরও পড়ুন:- কেশপুরে বিজেপি কর্মী খুনে ১২১ জন তৃণমূল নেতা কর্মীকে নোটিশ পাঠাল সিবিআই

গ্রামের মধ্যে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য বারবার চাপ দেওয়া হচ্ছে। পুলিশ অভিযোগ না নেওয়ায় আমরা সরাসরি মেদিনীপুর আদালতে হাজির হয়েছি।” পিংলা থানা অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। পিংলা থানার পুলিশ কর্তারা জানান, উনারা নিজেরাই অভিযোগ জানান নি। আমরা পরামর্শ দিলেও অভিযোগ জানাতে চাননি এখানে। তাহলেও আমরা স্বতঃপ্রণোদিত ভাবে বিষয়টি শুনে অভিযোগে থাকা ওই যুবককে আটক করে জেরা করছি। পিংলার বিধায়ক অজিত মাইতি বলেন, “ঘটনাটি আমরা শুনে পুলিশকে দ্রুত সেখানে যেতে বলেছিলাম রাতেই।

আরও পড়ুন:- অনুব্রতর মত লোকদের দেখলে বোঝা যায় আইন কত দুর্বল অর্থ ও ক্ষমতার কাছে, মেদিনীপুরে বললেন দিলীপ ঘোষ

কিন্তু ওই মহিলার পরিবারকে বলার পরেও অভিযোগ জানাতে চাননি পুলিশে। আজকে সকালে তাকে নিয়ে অন্যরকমভাবে সাজানোর চেষ্টা করছে বিজেপি। আমরা তবু পুলিশকে বলেছি বিষয়টি সত্যি হলে যেই অভিযুক্ত হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। দলের কর্মীদেরও বলেছি-যেই হোক, বিষয় সত্যি হলে কোন রেয়াত হবে না। তার বিরুদ্ধে দল থেকেও ব্যবস্থা নেওয়া যেন হয়।”

আরও পড়ুন:- বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বজরংবলীর ৩১ ফুট উঁচু মূর্তি বসল ঝাড়গ্রাম শহরে

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Attempt to Rape

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.