Home » নির্বাচনের আগেই কাঁথিতে তৃণমূল নেতার অশ্লীল নাচ ভাইরাল

নির্বাচনের আগেই কাঁথিতে তৃণমূল নেতার অশ্লীল নাচ ভাইরাল

by Biplabi Sabyasachi
0 comments

প্রত্রিকা প্রতিনিধিঃ সামনেই ২১ বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে । লাগু হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধিও। আর এরই মধ্যে তৃণমূলের নেতার এক বিতর্কিত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে তৃণমূলের নেতাকে মদের আসরে দেখা যাচ্ছে। আর হিন্দি গানে ওনাকে অশ্লীল নাচ করতেও দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পর তৃণমূলের অন্দরেই শোরগোল পড়ে গিয়েছে।

প্রসঙ্গত, রবিবার মদের বোতলের পিছনে অশ্লীল নাচ করা ওই ব্যক্তি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির ১ নম্বর ব্লকের নয়াপুট গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান অসিত গিরি । তৃণমূলের পঞ্চায়েত প্রধানের সামনে একটি টেবিলে মদের বোতল দেখা যাচ্ছে। আর টেবিলে অনেক খাবারও দেখা যাচ্ছে। মদের বোতলের পিছনে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে অশ্লীল অঙ্গভঙ্গি করে নাচতেও দেখা যাচ্ছে। ওনার সঙ্গে আরও কয়েকজন রয়েছেন। তবে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। ভিডিওটি দেখে এটাই বোঝা যাচ্ছে যে, তৃণমূলের পঞ্চায়েত প্রধান তাঁর বন্ধুদের সঙ্গে কোনও পার্টিতে ব্যস্ত ছিলেন। আর সেই সময় কেউ গোপন ভাবে ওনার ভিডিও রেকর্ড করে ফেলেন এবং সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ার পর চারিদিকে নিন্দার ঝড় উঠছে। একজন জনপ্রতিনিধি কীভাবে এহেন আচরণ করতে পারেন, সেটা নিয়ে উঠছে নানান প্রশ্ন।তৃণমূলের পঞ্চায়েত প্রধানের এহেন ভিডিও ভাইরাল হওয়ার পর চাপে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যদিও অনেকেই মনে করেন একজন জনপ্রতিনিধিরও একটি ব্যক্তিগত জীবন থাকে। সেখানে তিনি কি করলেন আর কি না করলেন সেটা নিয়ে কারোর মাথা ঘামানোর দরকার নেই। অনেকেই আবার এটাকে বিরোধীদের চক্রান্ত বলেও মনে করছেন। তবে নির্বাচনের আগে এরকম ভিডিও ভাইরাল হওয়ার পর কার্যত ব্যাকফুটে শাসক দল। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিল্পবী সব্যসাচী ডিজিটাল ।

এবিষয়ে বিজেপির জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, কাঁথি-১ ব্লকের নায়াপুট গ্রাম পঞ্চায়েতের প্রধান মদ্যপ অবস্থায় পড়ে আছেন। যারা প্রশাসক’কে শ্রদ্ধা করেন তাদের কাছে এই ঘটনা অবাক লাগার হলেও বিজেপির কাছে অবাক হওয়ার কিছুই নেই। তাছাড়া কাটমানি খোর তৃণমূলে নেতাদের যে এই অবস্থা হবে এটাই স্বাভাবিক। এই দলের নেই কোনো আদর্শ , কোনো দর্শন নেই। এদের জামানা শেষ হয়ে গিয়েছে। মানুষ প্রস্তুত শুধু সময়ের অপেক্ষায়।

কাঁথি-১ ব্লকের নায়াপুট গ্রাম পঞ্চায়েতের প্রধানের ভাইরাল হওয়া মদ্যপ অবস্থায় অশ্লীল নাচের কথা স্বীকার করে জেলা তৃণমূল কংগ্রেসের কো – অডিনেটর মামুদ হোসেন বলেন , এই ভিডিও আমাদের নজরে এসেছে। তবে এই ঘটনা সত্য কি না তা জানতে চাওয়া হয়েছে পঞ্চায়েতের প্রধান’কে। তবে এই ভিডিও বিজেপির এডিটিং করা, না কি বাস্তব ! তা খতিয়ে দেখে পঞ্চায়েতের প্রধান’কে শোকজ করা হবে। এই ধরনের ভিডিও’কে তৃণমূল কংগ্রেস সমর্থন করে না। নিশ্চিতভাবে এই ভিডিও খুবই নিন্দাজনক।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.