Trinamool leader withdraws triple theft case against Suvendu Adhikari
ওয়েব ডেস্ক , বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পৌরসভা নির্বাচনের আগেই মেদিনীপুরের মাটিতে ঘুরে গেল তৃণমূল কংগ্রেসের খেলা। নির্বাচন প্রাক্কালে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তাঁর ভাই দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের করা মামলা এবার প্রত্যাহার করতে চাইছেন কাঁথির পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য তথা তৃণমূল নেতা রত্নদীপ মান্না। উল্লেখ্য , একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ত্রিপল চুরি নিয়ে মামলা দায়ের করা হয়েছিল।
আরও পড়ুন:- সম্প্রীতির চিত্র মেদিনীপুর সদর ব্লকে, সরস্বতী পুজো ও পঞ্চমী মেলার আয়োজনে হিন্দু-মুসলিম
আরও পড়ুন:- খড়গপুরে পুরসভা নির্বাচনের টিকিট না পেয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সম্পাদকের বাড়ি ভাঙচুর
আর এই মামলা দায়ের করেছিলেন কাঁথি পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য তথা তৃণমূল নেতা রত্নদ্বীপ মান্না। কিন্তু পুরসভা নির্বাচনের আবহে উল্টো ছবি। কাঁথি পুরসভা নির্বাচনে টিকিটের প্রত্যাশা করেছিলেন তৃণমূল কংগ্রেসের এই নেতা। কিন্তু, দলের তরফে তাঁকে টিকিট না দেওয়ায় নিরাপত্তাহীনতার অভিযোগ এনেছেন তিনি। এরপরই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন রত্নদীপ মান্না।
Suvendu Adhikari
আরও পড়ুন:- খড়্গপুরে বিজেপি নেত্রী হয়ে বিজেপি প্রার্থীকে ভোট না দেওয়ার আহ্বান
তৃণমূল নেতা রত্নদ্বীপ মান্না জানিয়েছেন, তিনি শুভেন্দু অধিকারী এবং তাঁর ভাই দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে চলেছেন। মামলা প্রত্যাহারের পেছনে তাঁর প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে বলে জানান তৃণমূল নেতা। কিন্তু রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে অন্য কথা। দাপুটে তৃণমূল নেতা অখিল গিরির ঘনিষ্ঠ নেতা হলেন রত্নদ্বীপ মান্না। দীর্ঘদিন তৃণমূল করার পরেও এবারের পুরভোটে তিনি টিকিট পাননি। যথারীতি দলের বিরুদ্ধে তিনি আগেই ক্ষোভ উগরে দিয়েছেন।
আরও পড়ুন:- নিষিদ্ধপল্লির যুবতীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মহিষাদলের ছোট্টু, তারিফ সকলেরই
আরও পড়ুন:- কাঁথি পুরসভার বিজেপি প্রার্থী তালিকা, ৩২ বছর পর এই প্রথম অধিকারী পরিবারের কেউ প্রার্থী হলেন না
পাশাপাশি তাঁকে যে তৃণমূল আর কোনরকম সাহায্য করবে না সে কথাও তিনি প্রকাশ্যে জানিয়েছেন। তাই এবার তিনি আর কোনোরকম ঝুঁকি না নিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য এখনো পর্যন্ত রত্নদ্বীপ মান্নার এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।এবিষয়ে কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তাপস দলুই বলেন, এই ঘটনা তৃণমূলের আভ্যান্তরীন বিষয়। তাছাড়া ত্রিপল চুরির ঘটনা পুরোপুরি মিথ্যে। এই ঘটনার কোন প্রমাণ নেই। তাছাড়া এই ঘটনা পুরোপুরি তৃণমূলের চক্রান্ত।
আরও পড়ুন:- মেদিনীপুর ও খড়্গপুর পৌরসভা নির্বাচনে মনোনয়ন জমা দিল তৃণমূল ও নির্দল প্রার্থীরা
আরও পড়ুন:- মেদিনীপুর সদর ব্লকে অলচিকিতে পঠনপাঠনের দাবি, মুখ্যমন্ত্রীকে জানাবেন জুন
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Suvendu Adhikari
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore