Gram Panchayat
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ছত্রী গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধান ও উপ প্রধান নির্বাচিত হলেন। সাঁকরাইল ব্লকের ছত্রী গ্রাম পঞ্চায়েতটি বিজেপির দখলে ছিল। কয়েকদিন আগে বিজেপি পরিচালিত ছত্রী গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অনাস্থা আনে তৃণমূল কংগ্রেস। অনাস্থা ভোটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। প্রশাসনের নির্দেশ মেনে সোমবার প্রধান ও উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের অচিন্ত মাহাতো প্রধান পদে ও রাসমনি সরেন উপপ্রধান পদে নির্বাচিত হন। এদিন প্রধান ও উপপ্রধান নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়ে ছিল।
আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরের আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচন করল তৃণমূল
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়ি- বেলদা রাজ্য সড়ক সম্প্রসারণে ভাঙা হল স্থায়ী-অস্থায়ী নির্মাণ
প্রধান ও উপপ্রধান নির্বাচনের পর তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান গোপীবল্লভপুরের বিধায়ক খগেন্দ্র নাথ মাহাতো ও সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলাকান্ত রাউত সহ দলের অন্যান্য নেতৃবৃন্দরা। বিধায়ক মানছেন, ‘ এই গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন দীর্ঘদিন থমকে ছিল।বন্ধ থাকা উন্নয়নের কাজ এবার শুরু হবে। এলাকার মানুষ যাতে গ্রামপঞ্চায়েতের মাধ্যমে পরিষেবা পায় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’ তিনি নব নির্বাচিত প্রধান ও উপপ্রধানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মানুষের জন্য কাজ করার আহ্বান জানান। প্রধান ও উপপ্রধান নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা প্রধান ও উপপ্রধানকে সবুজ আবির মাখিয়ে ফুলের মালা পরিয়ে আনন্দে মেতে ওঠেন।
আরও পড়ুন:- আকাল মেটাতে মেছেদার বাজারে এল টন টন পদ্মার ইলিশ, খুশি ব্যবসায়ীরা
আরও পড়ুন:- অনাস্থা ভোটে জয়লাভের পর পশ্চিম মেদিনীপুরের চাঁদড়া গ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচিত হল তৃণমূলের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Gram Panchayat
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Gram Panchayat
Web Desk, Biplabi Sabyasachi online paper:. Chhatri gram panchayat in the Sankrail block of Jhargram district elected unopposed as chief and deputy chief. The Chhatri Gram Panchayat in the Sankrail block was occupied by the BJP. A few days ago, the Trinamool Congress brought distrust against the BJP-run Chhatri Gram Panchayat. The Trinamool Congress won the no-confidence vote. The main and by-elections hold on Monday as per the instructions of the administration. Unopposed, Achinta Mahato of the Trinamool Congress elects as the chief and Rasmoni Saran as the deputy chief. A large police force deploy to prevent any untoward incident during the election.
Gopiballavpur MLA Khagendra Nath Mahato and Sankrail Block Trinamool Congress president Kamalakanta Raut and other leaders of the party greeted them after the election. The MLA agrees, ‘The development of this gram panchayat was stalled for a long time. Necessary steps will take to provide services to the people of the area through the gram panchayat. He greeted the newly elected chief and deputy chief and called upon them to work for the people. After the election of the Chief and Deputy Chief, the workers and supporters of the Trinamool Congress were overjoyed with the Chief and Deputy Chief wearing green garlands and garlands of flowers.