Tribal communities are blocking the road to demand that the winning Trinamool candidate be made Chief or Deputy Chief
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ঘাটালের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বা উপ প্রধান পদে আদিবাসী জনজাতির জয়ী তৃণমূলের প্রার্থীকে বসানোর দাবি নিয়ে পথ অবরোধ করলো আদিবাসী সম্প্রদায়। বেলা ১২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই অবরোধ। তাঁদের দাবি এই গ্রাম পঞ্চায়েতে দীর্ঘকাল ধরে আদিবাসীদের কাউকে পদে বসানো হয়নি।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
তাই এবার সম্মানজনক পদে তাঁদের জয়ী প্রার্থীকেই বসাতে হবে। এ বিষয়ে অবরোধে সামিল হয়ে ভারত জাকাত মাজি পারগানা মহলের নেতৃত্ব বিজয় টুডু বলেন, ব্লক নেতৃত্ব তাঁদের আবেদনে কান না দেওয়াই এই পথ অবরোধ। সম্মানজনক পদ নিয়ে অনড় তাঁরা। পথ অবরোধের ফলে দিনভর অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল। অবরোধ সামালতে হাজির ছিলেন ঘাটাল থানার পুলিশ।
আরও পড়ুন : ঝাড়গ্রামে বৈঠকের পর মুখ্যমন্ত্রীর প্রশংসায় কুড়মি নেতারা, এবার কি মিটবে কুড়মি জট ?
আরও পড়ুন : পথ দুর্ঘটনায় মৃত্যু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপিকা সহ চালকের
অবরোধ চলাকালীন সেখানে পৌঁছায় তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাজি। তিনি বলেন, প্রধান-উপ প্রধান পদে যেহেতু অন্যদের নাম নির্দিষ্ট হয়ে রয়েছে ,এই মুহূর্তে সেটা সম্ভব নয়। তবে তাঁদের জন্য অঞ্চল কমিটি, ব্লক কমিটির অন্যান্য পদের বিষয়ে জায়গা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আলোচনার মাধ্যমে সবটাই মিটিয়ে নেওয়া হবে বলে জানান ব্লক সভাপতি দিলীপ মাজি।
আরও পড়ুন : স্নান করতে নেমে ক্ষীরপাই কেঠিয়া নদীতে তলিয়ে নিখোঁজ ঘাটালের স্কুল পড়ুয়া
আরও পড়ুন : বিজেপির ঘাটাল-মেদিনীপুর-ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার তিন সভাপতিকেই পূনর্বহাল রাখলো রাজ্য বিজেপি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Road Blocking
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper